আবারও শৈত্যপ্রবাহের আশঙ্কা, জানা গেল কবে-কোথায় বাড়বে শীত
ফাইল ছবি
গোটা দেশজুড়ে ঘন কুয়াশার কারণে গত কয়েকদিনে তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে, যার ফলে শীতের অনুভূতি বেড়েছে। এই পরিস্থিতিতে, আগামী ২৪ ঘণ্টায় দেশের কিছু অঞ্চলে দুপুর পর্যন্ত কুয়াশা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমনকি তাপমাত্রা কমে যাওয়ায় শৈত্যপ্রবাহের আভাসও দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, জানুয়ারির বাকি সময়টাতে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। তবে ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে কিছু এলাকায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তিনি আরো জানান, ২৮ জানুয়ারি থেকে আবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া, আগামী দুই দিন (২৪-২৫ জানুয়ারি) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও কুয়াশার দাপট অব্যাহত থাকবে। তবে, রোববার (২৬ জানুয়ারি) সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দিনের তাপমাত্রাও কিছুটা হ্রাস পেতে পারে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৬টায় রাজশাহীর বাঘাবাড়ীতে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের অনুভূতি অব্যাহত থাকবে।