এবার সুখবর দিলেন মিথিলা
অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ছবি: সংগৃহীত
সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান দীর্ঘদিনের একাকিত্ব কাটিয়ে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ৪ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ে।
তাহসানের নতুন জীবনের এই খবর প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তার সাবেক স্ত্রী, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তাকে নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই এবার এলো সুখবর। কিন্তু কী সেই সুখবর?
অভিনেত্রী মিথিলা জনপ্রিয় কোরিয়ান নাটক ‘ডেসেন্ড্যান্টস অব দ্য সান (ডটস)’-এর সঙ্গে যুক্ত হয়েছেন। তবে এতে অভিনয়ে নয়, নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন এ তারকা। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মিথিলা নিজেই। জানান, কাজটির ব্যাপারে সম্মতি দিয়েছেন তিনি। বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। দেশে ফিরেই কাজ শুরু করবেন।
নাটকটির বাংলা ডাবিংয়ের দায়িত্ব নিয়েছেন খালিদ হোসেন অভি। এর আগে ‘রিপ্লাই ১৯৮৮’, ‘লেজেন্ড অব দ্য ব্লু সি’ ও ‘মিস্টার কুইন’-এর মতো কোরিয়ান ড্রামাগুলোর বাংলা ডাবিং প্রযোজনা করেছেন। সিরিজটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্র ডক্টর ইউন মিউং জু চরিত্রে বাচিক অভিনয় করবেন অভিনেত্রী মিথিলা।
এ ব্যাপারে অভি জানান, ‘ডটস’-এর সঙ্গে রয়েছেন মিথিলা। ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান’র বহুল প্রত্যাশিত বাংলা ডাবে উগ্র এবং শক্তিশালী ড. ইউন মিউং জু’র চরিত্রে কণ্ঠ দেবেন তিনি।
অভিনেত্রী মিথিলা বলেন, এর আগে নিজের সিনেমায় নিজের অভিনীত চরিত্রে ডাবিং করেছি। কাজটি করতে ভীষণ ভালো লাগে, এক ধরনের চ্যালেঞ্জ ফেস করি। তবে কখনো অন্য কারও জন্য ডাবিং করিনি আমি। এ জন্য এই কোরিয়ান ড্রামায় ডাবিং করা আমার জন্য হবে নতুন এক অভিজ্ঞতা। কারণ, ভয়েস আর্টিস্টদের কাজ মোটেও সহজ নয়। এখানে শুধু সংলাপ বললেই হয় না। ঠোঁট মেলানো, চরিত্রের বৈশিষ্ট্য ও ইমোশন কণ্ঠে ধারণ করতে হয়।
প্রসঙ্গত মিথিলা বর্তমানে দেশের বাইরে থাকলেও দেশে ফিরেই ডাবিংয়ের কাজে যোগ দেবেন। বাংলা ভাষায় কোরিয়ান ড্রামার এই যাত্রা দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলবে বলেই আশা করা যাচ্ছে।