বুধবার, ৯ এপ্রিল ২০২৫ | ২৬ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

পরকীয়া করলে পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ডের আইন করতেন অপু বিশ্বাস

অভিনেত্রী অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

চলচ্চিত্র অঙ্গনের আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস ফের আলোচনায়। সম্প্রতি একটি ঈদ-পরবর্তী টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে পরকীয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন এই ঢালিউড তারকা। অনুষ্ঠানের র‌্যাপিড ফায়ার পর্বে তিনি জানান, যদি তার হাতে সুপার পাওয়ার থাকতো, তাহলে পরকীয়া বন্ধে এমন আইন করতেন, যাতে দোষীদের দশজনের সামনে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়া হতো।

অপু বিশ্বাস বলেন, "সমাজে এখন পরকীয়ার মাত্রা বেড়ে গেছে। অনেক মেয়ে জেনেও পরের স্বামীর সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন। এগুলো আগের চেয়ে এখন অনেক বেশি দেখা যাচ্ছে।"

তিনি আরও বলেন, "অনেক নারী প্রলোভনে পড়ে পরকীয়ায় জড়াচ্ছেন। ফেসবুক, মেসেঞ্জারসহ সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার এর পেছনে অন্যতম কারণ।"

 

অভিনেত্রী অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত এক অভ্যাসের কথা জানিয়ে অপু বিশ্বাস বলেন, “আমি মানুষকে খুব সহজে বিশ্বাস করি, মন খুলে সব কথা বলে ফেলি। এটা আমার একটি দুর্বলতা, যেটা পরিবর্তন করা দরকার।”

র‌্যাপিড ফায়ার পর্বে অন্যান্য তারকাদের সম্পর্কে মন্তব্য করতেও বলা হয় তাকে। শাকিব খানকে তিনি ‘সৃষ্টিশীল ও ব্যবসায়ী’, মৌসুমীকে ‘অ্যাডরেবল হট’ এবং আফরান নিশোকে ‘একটু দাম্ভিক’ বলে অভিহিত করেন।

উল্লেখ্য, অপু বিশ্বাস এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে পরকীয়ার বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন। সমাজে পারিবারিক অবক্ষয়ের অন্যতম কারণ হিসেবে তিনি বরাবরই পরকীয়াকে দোষারোপ করে আসছেন।

Header Ad
Header Ad

হত্যা মামলায় অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

হত্যা মামলায় অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানার হত্যামামলায় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে, ৫ নভেম্বর দিবাগত রাতে উত্তরা ৪নং সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে শমী কায়সারকে আটক করা হয়।

এছাড়া, গত ১৪ অক্টোবর মাগুরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছিল।

অভিনেত্রী শমী কায়সার ২০২৩ সালের আগস্ট মাসে ছাত্র বিক্ষোভ ও গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী সরকারের পতনের পর ১৪ আগস্ট ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার চলচ্চিত্র জগতে তার অনবদ্য অবদানের জন্য পরিচিত।

শমী কায়সারের জন্ম ১৯৭০ সালে, এবং তার বাবা শহীদুল্লাহ কায়সার ও মা পান্না কায়সার। তার মা পান্না একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য। তিনি একিউএম বদরুদ্দুজা চৌধুরীর স্ত্রী মায়া পান্নার বোন, ফলে শমী কায়সার এবং রাজনীতিক মাহি বি চৌধুরী খালাতো ভাই-বোন।

Header Ad
Header Ad

সংস্কার সুপারিশে ত্রিমুখী অবস্থানে বিএনপি-জামায়াত-এনসিপির

ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি সংস্কার সুপারিশে ত্রিমুখী অবস্থানে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিশনের পাঠানো সুপারিশমালায় তিনটি দল কিছু বিষয়ে একমত হলেও গুরুত্বপূর্ণ অনেক ইস্যুতে রয়েছে মতপার্থক্য। বিশেষ করে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি, নির্বাচনকালীন সরকার এবং সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাব নিয়ে রয়েছে ভিন্ন দৃষ্টিভঙ্গি।

বিএনপি স্পষ্টভাবে জানিয়েছে, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক প্রেক্ষাপটকে এক কাতারে দেখার বিষয়ে তারা একমত নয়। একইসঙ্গে রাষ্ট্রের নাম পরিবর্তনের প্রস্তাবেও তারা রাজি নয়। তবে বিচার বিভাগের অধিকাংশ সংস্কার প্রস্তাবে দলটি একমত হয়েছে। নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ানো এবং নির্বাচনি সীমানা নির্ধারণে অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তনের পক্ষে মত দিয়েছে দলটি। দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত ২০টি প্রস্তাবের মধ্যে ১১টিতে সরাসরি একমত, কিছুতে নীতিগত মতামত এবং একটি বিষয়ে ভিন্নমত জানিয়েছে বিএনপি। প্রশাসন সংস্কারের ক্ষেত্রেও ২৬টি প্রস্তাবের অর্ধেক নিয়ে ভিন্নমত বা মন্তব্য দিয়েছে দলটি।

অন্যদিকে, জামায়াতে ইসলামী সংবিধানের মূলনীতিতে আল্লাহর প্রতি অবিচল আস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছে। দলটি সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে নির্বাচনের পক্ষে মত দিয়েছে এবং নির্বাচন কমিশনের কর্মকর্তা, রিটার্নিং ও প্রিসাইডিং অফিসারদের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দ্বিকক্ষবিশিষ্ট সংসদের ধারণা এবং জাতীয় সাংবিধানিক কাউন্সিলের বিষয়ে তারা একমত হলেও পুরোপুরি সমর্থন দেয়নি। সংবিধানের ৭০ অনুচ্ছেদে বাজেট ও আস্থাভোট বিষয়ে ব্যতিক্রমী মত দিয়েছে দলটি। জামায়াত জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন চায় না।

এদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মোট ১৬৬টি সুপারিশের মধ্যে ১১৩টিতে একমত, ২৯টিতে আংশিক একমত এবং ২২টিতে ভিন্নমত জানিয়েছে। দলটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে গণপরিষদ নির্বাচন হিসেবে আয়োজনের প্রস্তাব দিয়েছে। তারা চায় প্রার্থী মনোনয়নে ১০ শতাংশ তরুণ-তরুণী অন্তর্ভুক্তি এবং সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ। সংসদ সদস্য হওয়ার বয়সসীমা ২৩ বছর করা, বিরোধীদল থেকে একজন ডেপুটি স্পিকার নিয়োগ এবং সংসদে দলীয় সিদ্ধান্তের বাইরে মত প্রকাশের সুযোগ রাখার প্রস্তাব দিয়েছে এনসিপি।

তারা দ্বিকক্ষবিশিষ্ট সংসদের পক্ষে মত দিলেও উচ্চকক্ষের প্রার্থীদের নির্বাচন পূর্ব ঘোষণা চায়। এনসিপি জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) পক্ষে অবস্থান নিয়েছে এবং বলেছে, দুই-তৃতীয়াংশ ভোটে সিদ্ধান্ত গৃহীত হওয়া উচিত। নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৭০-৭৫ দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে এবং এনসিসিকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে দলটি। এছাড়া সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে এনসিসির বিরুদ্ধে অভিযোগ তদন্তের সুযোগ রাখা, বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা ও নিজস্ব সচিবালয় প্রতিষ্ঠার দাবিও জানিয়েছে তারা।

জাতীয় ঐকমত্য কমিশনের এই সংস্কার প্রক্রিয়ায় দলগুলো অংশ নিলেও তাদের অবস্থানভেদে রাজনৈতিক ঐকমত্য গঠনের পথে চ্যালেঞ্জ থেকেই যাচ্ছে।

Header Ad
Header Ad

অপহরণ নাটক সাজিয়ে চাঁদা দাবি, সাভারের মা-মেয়ে গ্রেফতার

ছবি: সংগৃহীত

সাভার থেকে রাজধানীতে এসে অপহরণের নাটক সাজিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে গ্রেফতার হয়েছেন মা-মেয়ে—বিথী হাওয়া ওরফে বিবি হাওয়া (৩৮) ও সুরভী সুলতানা (২০)। সোমবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় অভিযান চালিয়ে নিউমার্কেট থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী সৈকত নামে এক ব্যবসায়ী, যার মিনিতা প্লাজায় একটি ঘড়ির দোকান রয়েছে। অভিযোগ অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি বিথী ও সুরভী তার দোকানে ঘড়ি কিনতে গেলে তাদের সঙ্গে সৈকতের স্ত্রীর পরিচয় হয়। এরপর মোবাইলে যোগাযোগ গড়ে ওঠে। ২০ মার্চ বিথী দোকানে এসে মেয়েকে সেলসগার্ল হিসেবে কাজ দেওয়ার অনুরোধ জানান, এবং সুরভী কিছুদিনের জন্য দোকানে কাজও শুরু করেন।

কিন্তু ২২ মার্চ সুরভী অসুস্থতার কথা বলে দোকান থেকে চলে যান। ওই রাতেই বিথী ফোন করে জানায়, সুরভী বাসায় ফেরেনি এবং তার মোবাইলও বন্ধ। পরে দাবি করা হয়, সুরভী অপহৃত হয়েছে এবং মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা চাই। যেহেতু অপহরণ দোকান থেকে যাওয়ার সময় ঘটেছে, তাই মুক্তিপণের অর্থ সৈকতের কাছেই দাবি করা হয়।

পরদিন সুরভী নিজেই জানান, সে কৌশলে পালিয়ে এসেছে। পরে আবারো ফোনে জানানো হয়, এবার বিথী হাওয়াকে অপহরণ করা হয়েছে এবং তাকে ছাড়াতে ২০ লাখ টাকা প্রয়োজন। এ সময় সৈকতের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করা হয়।

মামলার পর পুলিশের একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে এবং নিউমার্কেট এলাকা থেকেই গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চাঁদা আদায়ের জন্য অপহরণের নাটক সাজানোর বিষয়টি স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ডিসি তালেবুর রহমান।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

হত্যা মামলায় অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার
সংস্কার সুপারিশে ত্রিমুখী অবস্থানে বিএনপি-জামায়াত-এনসিপির
অপহরণ নাটক সাজিয়ে চাঁদা দাবি, সাভারের মা-মেয়ে গ্রেফতার
গাজায় ফের ইসরাইলি হামলা, নিহত আরও ২৬ ফিলিস্তিনি
যেসব অঞ্চলে ঝড়ের আভাস ও সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তর
নাইট ক্লাবের ছাদ ধসে ৬৬ জনের মৃত্যু
সাবেক এমপি মোরশেদ আলম ডিবির হাতে গ্রেপ্তার
জামিনে মুক্ত হওয়া সাবেক এমপিকে পিটিয়ে আবারও পুলিশে দিলো ছাত্র-জনতা
প্রধান উপদেষ্টার সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ
ভবিষ্যতে কোনো প্রকল্পের ব্যয় ও সময় বৃদ্ধি করা হবে না: রেল উপদেষ্টা
গণহত্যা চালিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি, তার ধ্বংস অনিবার্য: টুকু
বিদেশি বিনিয়োগের এমন অনুকূল পরিবেশ আগে কখনো ছিল না: প্রধান উপদেষ্টা
বিরামপুরে স্কাউটস দিবস পালিত
১৩৫ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ
নাইজেরিয়ার বন্দুকধারীদের হামলায় ৫২ জন নিহত
এফডিসিকে পূর্ণাঙ্গ ফিল্ম সিটি বানানো হবে: উপদেষ্টা মাহফুজ আলম
গাজায় গণহত্যার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অবস্থান কর্মসূচি
আমি ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ছিলাম না: আদালতে তুরিন আফরোজ
প্রধান উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের বৈঠক
টাঙ্গাইলে বিয়ের ১৫ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ