শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

সাইফকে ছুরিকাঘাত: ভুলে আটক হওয়া যুবক হারিয়েছেন চাকরি, ভেঙেছে বিয়ে

আকাশ কৈলাশ কানোজিয়া এবং অভিনেতা সাইফ আলী খান। ছবি: সংগৃহীত

কয়েকদিন আগেই বলিউড তারকা সাইফ আলী খানের ওপর মধ্যরাতে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় নড়েচড়ে বসে মুম্বাই পুলিশ। তাৎক্ষণিক অভিযুক্তকে ধরতে উঠেপড়ে লাগে। বলিউড তারকার ওপর হামলার ঘটনায় পুলিশ তৎপরতা বাড়ালেও ভুল করে ফেলে। আর তাদের সেই ভুলে চাকরি হারানো ও বিয়ে ভাঙার ঘটনা ঘটেছে।

মুম্বাই পুলিশ ভুল করে কোলাবার বাসিন্দা আকাশ কৈলাশ কানোজিয়া নামের এক ৩১ বছরের যুবককে আটক করে। গত ১৭ জানুয়ারি জ্ঞানেশ্বর এক্সপ্রেসে মুম্বাই থেকে বিলাসপুর যাচ্ছিলেন ওই যুবক। এ সময় তাকে সাইফের ওপর হামলাকারী সন্দেহে আটক করা হয়। তারকার বাড়িতে হামলার ঘটনায় তার সংশ্লিষ্টতা রয়েছে বলে আরপিএফকে সতর্কও করে মুম্বাই পুলিশ।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আকাশ কৈলাশ জানিয়েছেন, আরপিএফ কর্মীরা তাকেই শুধু গ্রেপ্তার করেনি, তার ছবিসহ একটি সংবাদ বিজ্ঞপ্তিও দিয়েছে। যা টেলিভিশন চ্যানেল ও সংবাদমাধ্যমগুলো প্রচার করেছে। এ কারণে কনে পক্ষের পরিবার তার সঙ্গে সাক্ষাৎ বাতিল করেছে। আবার কর্মস্থল থেকে বরখাস্ত করা হয়েছে তাকে।

মুম্বাইয়ে পশ্চিম রেলওয়েতে কর্মরত একটি ট্যুর সংস্থায় গাড়িচালকের চাকরি করতেন আকাশ কৈলাশ। গত ১৭ জানুয়ারি মুম্বাই পুলিশ থেকে ফোন করে তার কাছে জানতে চাওয়া হয়, কোথায় আছেন তিনি। বাড়িতে আছেন বলে পুলিশকে জানালে ফোন কেটে যায়।

পরদিন ১৮ জানুয়ারি আকাশ কৈলাশ মুম্বাই থেকে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে উঠেছিলেন ছত্তিশগড়ের বাবার বাড়ি নেহলায় তার অসুস্থ দাদির সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য। মাঝপথে বিলাসপুরে ট্রেন বদলের কথা ছিল। দাদির সঙ্গে দেখা করার পর কনে পক্ষের লোকজনের সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু এদিন সকাল ১০টার দিকে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্গ জংশনে পৌঁছালে হামলাকারী সন্দেহে তাকে আরপিএফ কর্মীরা আটক করে রায়পুর নিয়ে যায়। প্রায় বারো ঘণ্টা পর মুম্বাই পুলিশের একটি টিম সেখানে যায় এবং তাকে জানায়, অধিকতর তদন্তের জন্য পরদিন তাকে শহরে ফিরিয়ে দেয়া হবে।

আকাশ কৈলাশ বলেন, আমি পুলিশকে বলেছিলাম যে সাইফের ওপর হামলার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। তাদেরকে আমার আত্মীয়ের সঙ্গে কথা বলার প্রস্তাবও দিয়েছিলাম। তাদের আরও বলেছিলাম, তাদের সন্দেহ দূর করার জন্য আমার বাড়ির কাছের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে পারে। কিন্তু তারা আমার কোনো কথাই শুনেনি। বরং আমার ছবি সংবাদমাধ্যমে প্রচার করে দাবি করে যে, আমিই নাকি হামলাকারী।

এরপর ১৮ জানুয়ারি রাতে পুলিশ শরিফুল ইসলাম শেহজাদ নামে একজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে এবং দাবি করে যে, তিনি ডাকাতির উদ্দেশ্যে সাইফের বাড়িতে প্রবেশ করেছিলেন। আর পরদিন সকালে আকাশ কৈলাশকে ছেড়ে দেয় পুলিশ। এ সময় পুলিশ তাকে বলে যে, তিনি তার দাদির বাড়িতে যেতে পারেন।

আকাশ কৈলাশ বলেন, ছাড়া পাওয়ার পর যখন মায়ের সঙ্গে মুম্বাইয়ে কথা বলি, তখন তাকে খুব চিন্তিত মনে হচ্ছিল। কারণ ততক্ষণে আমার ছবি সব নিউজ চ্যানেলে দেখানো হয়েছে। আমাকে দ্রুত বাড়িতে যেতে বলে মা। পরদিন আমার নিয়োগকর্তাকে ফোন করলে তিনি আমাকে কাজের জন্য রিপোর্ট করা বন্ধ করতে বলেন। তারা আমাকে জানায়, আমি আইনি ঝামেলায় জড়িয়েছি, আমার কারণে সমস্যায় পড়তে চান না তারা। বিষয়টি বোঝাতে চাইলেও আমার কথা শুনতে রাজি হননি।

এ যুবক আরও বলেন, এ সময় দাদির কাছ থেকে ফোন পাই। তিনি জানান, আমার ছবি সংবাদমাধ্যমে যাওয়ার পর হবু কনের পরিবার বিয়ে ভেঙে দিতে চাইছে। আমার সঙ্গে যা হয়েছে, তাতে আমি নিশ্চিত নই যে ভবিষ্যতে বিয়ে করতে পারব কিনা। এতদিন পরিবারের অবস্থা ভালো ছিল। কিন্তু চাকরি হারানোয় সব আটকে গেছে বলেও দুঃখ প্রকাশ করেন আকাশ কৈলাশ।

এখন আকাশ দাবি করেছেন, তার ছবি ইন্টারনেট থেকে সরিয়ে নেয়ার জন্য ব্যবস্থা নেওয়া হোক, কারণ তার আর্থিক অবস্থা এতটাই খারাপ যে, তিনি নিজের জন্য কোনো আইনজীবী নিয়োগ করতে পারছেন না।

Header Ad
Header Ad

মানিকগঞ্জে বাঁশঝাড়ে কার্টনে মিললো তরুণীর লাশ

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের এগারোশ্রী এলাকায় বাঁশঝাড়ের পাশে পরিত্যক্ত এসির কার্টন থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে এসে দুপুর আড়াইটার দিকে কার্টন খুলে ২০-২৫ বছর বয়সী এক তরুণীর মরদেহ উদ্ধার করে।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে।

এলাকাবাসীর দাবি, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। হত্যাকারীরা লাশ গোপন করতে কার্টন ব্যবহার করেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ আশ্বস্ত করেছে, দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Header Ad
Header Ad

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ

ছবি: সংগৃহীত

মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়েছে গত ৩১ মার্চ। এবার শুরু হয়েছে ঈদুল আজহার অপেক্ষা, যা কোরবানির ঈদ নামেও পরিচিত।

এই ঈদের সম্ভাব্য তারিখ জানিয়েছে আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৭ মে সন্ধ্যায় হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে। যদি চাঁদ দেখা যায়, তবে ২৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন, আর ৬ জুন মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে আরব আমিরাতে চাঁদ উঠবে এবং সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত দৃশ্যমান থাকবে, যা খালি চোখে সহজেই দেখা যাবে।

যদি ২৭ মে চাঁদ দেখা না যায়, তাহলে মধ্যপ্রাচ্যে ৭ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

বাংলাদেশ সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপন করে। সে হিসাবে, বাংলাদেশে ৭ অথবা ৮ জুন ঈদুল আজহা পালিত হতে পারে।

ঈদুল আজহা মুসলিমদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আঃ) তার পুত্র ইসমাইল (আঃ)-কে কোরবানি দিতে প্রস্তুত হন। এটি ছিল আল্লাহর প্রতি তার চূড়ান্ত আনুগত্যের নিদর্শন। এরপর থেকে মুসলিমরা পশু কোরবানি করে এই দিনটি পালন করে আসছেন।

সূত্র: গালফ নিউজ

Header Ad
Header Ad

দেশে তীব্র তাপপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ

ছবি: সংগৃহীত

চলতি এপ্রিলজুড়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৪ এপ্রিল) মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। বিশ্ব আবহাওয়া সংস্থার অনুমোদিত বিভিন্ন আবহাওয়া মডেল ও বিশ্লেষণের ভিত্তিতে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিল মাসে দেশে ২ থেকে ৪টি মৃদু (৩৬-৩৭.৯°C) অথবা মাঝারি (৩৮-৩৯.৯°C) তাপপ্রবাহ এবং ১ থেকে ২টি তীব্র (৪০-৪১.৯°C) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া মাসজুড়ে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এপ্রিল মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হলে ওই অঞ্চলের নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, চলমান তাপপ্রবাহের পরিধি আজ থেকে আরও বাড়তে পারে। তবে ৫ বা ৬ এপ্রিল থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, যা তাপমাত্রা কিছুটা কমাতে সহায়ক হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মানিকগঞ্জে বাঁশঝাড়ে কার্টনে মিললো তরুণীর লাশ
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
দেশে তীব্র তাপপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ
হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে তবে এ বিষয়ে আর কিছু বলা সম্ভব নয় : বিক্রম মিশ্রি
মার্কিন গাড়ি আমদানিতে ২৫% শুল্ক আরোপের ঘোষণা কানাডার
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব নিল বাংলাদেশ
চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করল ভারত
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর জিডি
পেঙ্গুইন ও পাখিদের উপরেও ট্রাম্পের শুল্ক আরোপ!
নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ, আবারও শেখ হাসিনার উসকানি!
টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা: না ফেরার দেশে প্রেমা, নিহত বেড়ে ১১
নিষেধাজ্ঞায় পড়লেন মেসির দেহরক্ষী, ঢুকতে পারবেন না মাঠে
শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
ঈদ আনন্দে মুখরিত রংপুরের বিনোদন কেন্দ্রগুলো
লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হলো বিএনপি সমর্থকের বসতবাড়ি, গ্রেপ্তার ৯
ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক শুরু
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অপসারণ করল আদালত
গাইবান্ধায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার