বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

এফডিসিতে সাংবাদিক-শিল্পীদের মারামারি, কী ঘটেছিল?

ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২৩ এপ্রিল) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) সাংবাদিকদের সঙ্গে চলচ্চিত্র শিল্পীদের সংঘর্ষের ঘটনা ঘটে । এ ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

চলচ্চিত্র শিল্পী ও সাংবাদিকরা একে অপরের পরিপূরক। কিন্তু এফডিসিতে ঘটে যাওয়া ঘটনায় যেন সেই বিষয়টা একেবারেই হারিয়ে গেছে। ইতোমধ্যে সাংবাদিকদের ওপর শিল্পীদের এমন হামলার প্রতিবাদ জানিয়েছেন সবাই। পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তিরও দাবি জানান অনেকে। তবে সেদিন আসলে কী ঘটেছিল এফডিসিতে?

জানা গেছে, একজন ইউটিউবারের সঙ্গে মনোমালিন্য চলছিল অভিনেতা শিবা শানুর। শপথগ্রহণ শেষ হলে ইউটিউবারকে ডেকে নেন তিনি। কথা-কাটাকাটির একপর্যায়ে সাংবাদিকরা হাজির হলে তাদের সঙ্গেও শুরু হয় বাগবিতণ্ডা।

পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মধ্যে অনেকেই জানান, হামলার মূলহোতা খল অভিনেতা শিবা শানু। এরপর জয় চৌধুরী ও আলেকজান্ডার বো হামলা চালান। হামলার একপর্যায়ে এফডিসির ফাইট ডিরেক্টরেরাও হামলায় অংশ নেন।

এ ঘটনায় জয় চৌধুরী জানান, মূলত একসময়ের চিত্রনায়িকা ময়ূরীর মেয়ের সাক্ষাৎকার চাওয়াতেই এই মারামারির সূত্রপাত ঘটেছে। শপথ শেষে কার্যকরী পরিষদের মিটিং ছিল। আমরা সবাই তখন মিটিং করছি। এ মুহূর্তে ময়ূরী আপু তার মেয়েকে নিয়ে এফডিসিতে আসেন। কিন্তু বাইরে লোকজনের জন্য ভেতরে ঢুকতে পারছিলেন না তিনি।

এমন সময় দু-তিনজন ইউটিউবার ময়ূরী আপুর মেয়ের হাত ধরে টান দিয়ে বলেন, তুমি একটা ইন্টারভিউ দিয়ে যাও। বারবার তারা এই আবদার করছিলেন। এতে ময়ূরী আপু রেগে গিয়ে বলেন, ও তো সেলিব্রিটি না, ওর ইন্টারভিউ দিয়ে কী করবেন?

পরে এটা দেখে শিবা শানু ভাই ইউটিউবারদের স্টাডি রুম থেকে বের হয়ে যেতে বলেন। এই কথার একপর্যায়ে অপ্রীতিকর ঘটনা ঘটে। রীতিমতো হাতাহাতি হয়। তারা শিবা শানু ভাইয়ের গায়ে হাত তুলেছেন। এবং তারা বাইরে দৌড়ে গিয়ে বলছেন, টিভি চ্যানেলের সবার গায়ে হাত দিয়েছে। পরে গণ্ডগোলটা সৃষ্টি হয়েছে। আর এতেই এমন অপ্রীতিকর ঘটনা ঘটে।

এদিন বিকেলে ২০২৪-২৬ এর শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণ করে। সমিতির সভাপতি মিশা সওদাগরকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। এরপর বাকি সদস্যরা মিশা সওদাগরের নেতৃত্বে শপথ গ্রহণ করেন।

শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে মিশা-ডিপজল পরিষদ। সভাপতি পদে মিশা সওদাগর পেয়েছেন ২৬৫ ভোট। নিকটতম প্রার্থী মাহমুদ কলি পেয়েছেন ১৭০ ভোট। সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল পেয়েছেন ২২৫ ভোট। একই পদে ২০৯ ভোট পেয়েছেন নিপুণ আক্তার। মাত্র ১৭ ভোটে পরাজিত হয়েছেন গতবারের এই সাধারণ সম্পাদক।

 

Header Ad
Header Ad

শাকিব খানের বিশ্বজয়, আইএমডিবির সেরা ১০০-তে ‘বরবাদ’

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রে যেন নতুন এক ইতিহাস লিখছে ‘বরবাদ’। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত এই সিনেমা এখন শুধু দেশের পর্দায় নয়, জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও।

সিনেমাপ্রেমীদের অন্যতম নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম আইএমডিবি-এর সর্বশেষ জনপ্রিয় ১০০ সিনেমার তালিকায় ৪৪ নম্বরে উঠে এসেছে ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমা ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মুক্তির ১৭ দিন পরও সিনেমা হলে দর্শকদের ঢল প্রমাণ করছে এর জনপ্রিয়তা।

আইএমডিবির তালিকায় ‘বরবাদ’-এর পাশে রয়েছে বিশ্বখ্যাত সিনেমাগুলো- ‘আ মাইনক্রাফট মুভি’, ‘স্নো হোয়াইট’, ‘অ্যানোরা’, ‘সুপারম্যান’, ‘মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং’, ‘সিকান্দার’, এবং ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। সেখানে ৭.৪ রেটিং পেয়ে এই বাংলা সিনেমা জায়গা করে নিয়েছে বিশ্ব সিনেমার অন্যতম আলোচিত আলোচনায়।

এই অর্জনে ভীষণ উচ্ছ্বসিত পরিচালক মেহেদী হাসান হৃদয়। গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আইএমডিবির জনপ্রিয় সিনেমার তালিকায় ‘বরবাদ’-এর ৪৪তম স্থান পাওয়া শুধু আমার নয়, পুরো বাংলাদেশের গর্ব। আমাদের সিনেমা এখন বিদেশেও মুক্তি পাচ্ছে, আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য বিশাল প্রাপ্তি।”

উল্লেখ্য, আইএমডিবি (ইন্টারনেট মুভি ডেটাবেজ) পরিচালিত হয় অ্যামাজন ডট কম-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান আইএমডিবি ডট কম ইনকর্পোরেটেড দ্বারা।

Header Ad
Header Ad

ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, ভাইরাল ভিডিওর সেই যুবক আটক

ভাইরাল হওয়া ভিডিওতে থাকা যুবক মো. আশরাফুল (২৩) কে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় প্রাইভেটকার পার্কিং করাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগে ভাইরাল হওয়া ভিডিওতে থাকা যুবক মো. আশরাফুল (২৩) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত মধ্যরাতে তাকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। তিনি বলেন, “চাঁদা নেওয়ার ঘটনায় অভিযুক্ত যুবক মো. আশরাফুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

আটককৃত আশরাফুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে হলেও সে রাজধানীর হাজারীবাগ এলাকায় বসবাস করে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ধানমন্ডির জিগাতলা এলাকায় সাদা শার্ট পরিহিত এক যুবক প্রাইভেটকার চালকের কাছ থেকে রশিদের মাধ্যমে চাঁদা আদায় করছেন। এ সময় গাড়ির মালিকের সঙ্গে তার তর্কাতর্কি হয়।

ভিডিওতে প্রাইভেটকারে বসা একজন ব্যক্তি চাঁদা আদায়কারী যুবককে প্রশ্ন করেন, “মাস্তানি করতেছো কেন?” উত্তরে ওই যুবক বলেন, “হ করতাছি, কোনো সমস্যা?” পাশে থাকা প্রাইভেটকারের এক নারী যাত্রী তার নাম জানতে চাইলে সে পাল্টা জবাবে বলে, “নাম দিয়ে কি হবে?”

ভিডিওতে আরও দেখা যায়, গাড়ির ভেতর থেকে ভিডিও ধারণ করা হচ্ছে দেখে যুবকটি রাগত ভঙ্গিতে নিজের চুল নাড়িয়ে বলে, “চেহারাটা সুন্দর করে আইছে? যদি একটা চুল বাঁকা করতে পারো কইরো।”

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। এর পরিপ্রেক্ষিতেই পুলিশ অভিযুক্ত যুবককে শনাক্ত করে অভিযান চালিয়ে আটক করে।

পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Header Ad
Header Ad

নির্বাচন কোনোভাবেই জুনের পরে যাবে না: আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

নির্বাচন আয়োজন নিয়ে পরিষ্কার বার্তা দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, নির্বাচন জুনের পরে যাবে না—এ বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং দৃঢ়।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে যমুনায় বিএনপির সঙ্গে অনুষ্ঠিত প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা এবং বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আসিফ নজরুল বলেন, “আমরা বিএনপিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি—নির্বাচন জুনের পরে নয়। যেই কথা বলুক না কেন, এটা পুরো জাতির প্রতি প্রধান উপদেষ্টার অঙ্গীকার, যা তিনি বারবার প্রকাশ করেছেন।”

তিনি জানান, বৈঠকে বিএনপি ‘ঐকমত্য কমিশন’-এর প্রস্তাবনার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে এবং শিগগিরই তারা এই কমিশনের সঙ্গে বসার প্রতিশ্রুতি দিয়েছে। বিএনপির বেশিরভাগ নেতাই প্রস্তাবিত সংস্কারগুলোর সঙ্গে একমত বলে জানান তিনি।

বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, তবে এ নিয়ে মতপার্থক্য থাকলেও আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও জানান আসিফ নজরুল। তিনি বলেন, “ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন মানে দেরি নয়; বরং যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করাই উদ্দেশ্য। যদি ডিসেম্বরেই সম্ভব হয়, তাহলে আমরা ডিসেম্বরেই নির্বাচন করব।”

আইন উপদেষ্টা আরও বলেন, “বিএনপি প্রশ্ন তুলেছিল, সংস্কার হয়ে গেলে দেরির প্রয়োজন কী? আমরা বলেছি, আইনগত ও নীতিগত অনেক বিষয়ের জন্য কিছুটা সময় প্রয়োজন। ডিজিটাল সুরক্ষা আইনের মতো অনেক আইন আমরা বহুবার খসড়া তৈরি করে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছি।”

তিনি আরও বলেন, “জনগণের একটা আকাঙ্ক্ষা আছে—বিচার হোক। হাজারো মানুষ শহীদ হয়েছে, বহু মানুষ চিরতরে পঙ্গু হয়েছে। শুধু নির্বাচন নয়, বিচার ও সংস্কারও জরুরি। এসব দিক বিবেচনায় নিয়েই জুন সময়সীমার কথা বলা হয়েছে।”

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

শাকিব খানের বিশ্বজয়, আইএমডিবির সেরা ১০০-তে ‘বরবাদ’
ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, ভাইরাল ভিডিওর সেই যুবক আটক
নির্বাচন কোনোভাবেই জুনের পরে যাবে না: আসিফ নজরুল
বাইরের থেকে ভিতরেই ভালো আছি: শাহজাহান খান
একযোগে দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
ঘুষ ও দুর্নীতির অভিযোগে দুদক কর্মকর্তা সুদীপ বরখাস্ত
গাইবান্ধার পলাশবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা যাত্রী নিহত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ এপ্রিল, মানতে হবে যেসব নির্দেশনা
সারাদেশে বৃষ্টির প্রবণতা, কোথাও শিলাবৃষ্টির আভাস
সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি : মির্জা ফখরুল
উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল কুয়েট
মৃত্যুশয্যায় ‘বাবা’র পাশে না থাকায় স্ত্রীকে বয়কট করলেন হিরো আলম
জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে: যুক্তরাষ্ট্র
নওগাঁয় ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
যুক্তরাজ্যে ভাঙচুরের শিকার মুসলিমদের কবরস্থান
তরুণীকে অটোরিকশায় অশোভন অঙ্গভঙ্গি, বৃদ্ধ গ্রেফতার (ভিডিও)
পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের গাড়িতে হামলায় নিহত ৩, আহত ১৮
গাজা পরিদর্শনে নেতানিয়াহু, হামাস নির্মূলের হুঁশিয়ারি
পিএসএলে ফের রিশাদের ভেলকি, ৩ উইকেট নিয়ে জেতালেন দলকে
ভারত থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ