বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ | ২৭ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

হাসপাতালে ভর্তি অভিনেত্রী সুজাতা

অভিনেত্রী সুজাতা। ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সুজাতা। চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক সুজাতার আগ্রহ রাজনীতিতেও। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালে ভর্তি করা হয়েছে গুণী অভিনেত্রীকে।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) গাজীপুরে তিনি অপারেশন জ্যাকপট সিনেমার শুটিং করেছেন। সন্ধ্যার পর বাসায় ফিরে সিঁড়ি দিয়ে ওঠার সময় অসুস্থ বোধ করেন।

ষাটের দশকে চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা সুজাতা। তিনি উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। চলচ্চিত্র তারকা সুজাতা অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করেছেন।

তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা প্রায় তিন শতাধিক। এর মধ্যে ৫০টিরও বেশি ছবি ফোক ঘরানার। তিনি ১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘রূপবান’ চলচ্চিত্রের জন্য তিনি রাতারাতি তারকা বনে যান। মাত্র ১২ বছর বয়সী নায়িকার চরিত্রে অভিনয় করেন তিনি। তার আসল নাম তন্দ্রা মজুমদার।

অভিনেত্রী সুজাতা

 

পরিচালক সালাহউদ্দিন তন্দ্রা মজুমদারের নাম রাখেন সুজাতা। আজও যিনি ‘রূপবান’ হয়েই আছেন দর্শকের হৃদয়ে। চলচ্চিত্র তার অভিষেক ১৯৬৩ সালে সালাউদ্দিন পরিচালিত ‘ধারাপাত’র মাধ্যমে। ১৯৭৮ সাল পর্যন্ত অসংখ্য হিট চলচ্চিত্রের নায়িকা সুজাতা। মাঝে এক যুগেরও বেশি সময় দূরে ছিলেন বড় পর্দা থেকে।

সুজাতার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ‘রূপবান’, ‘ডাক বাবু’, ‘জরিনা সুন্দরী’, ‘অপরাজেয়’, ‘আগুন নিয়ে খেলা’, ‘কাঞ্চনমালা’, ‘আলিবাবা’, ‘বেঈমান’, ‘অনেক প্রেম অনেক জ্বালা’, ‘প্রতিনিধি’ ইত্যাদি।

চলচ্চিত্রে অবদান রাখার বিভিন্ন পুরস্কারের পাশাপাশি তিনি আজীবন সম্মাননা পেয়েছেন। চলচ্চিত্রশিল্পে তার অবদানের জন্য ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়। শিল্পকলার চলচ্চিত্র শাখায় অবদানের জন্য তিনি ২০২১ সালে তিনি একুশে পদক পান।

Header Ad
Header Ad

ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় ৪ বাংলাদেশি পণ্যবাহী ট্রাক পেট্রাপোল বন্দর থেকে ফেরত

ছবি : ঢাকাপ্রকাশ

ভারত হঠাৎ করে বাংলাদেশ-ভারতের মধ্যে বিদ্যমান গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় বাংলাদেশের চারটি রপ্তানি পণ্যবাহী ট্রাক ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ না করে ফেরত গেছে। ট্রাকগুলো ঢাকার রপ্তানিকারক প্রতিষ্ঠান ডিএসভি এয়ার অ্যান্ড সি লিমিটেডের মালিকানাধীন।

বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ট্রাকগুলো বেনাপোল বন্দরে পৌঁছায়। কিন্তু ভারতের অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে পেট্রাপোল কাস্টমস কোনো ধরনের কার্পাস (Customs Authorization for Third Country Shipment) ইস্যু না করায় ট্রাকগুলোকে ফেরত পাঠানো হয়।

ভারত ২০২০ সালের ২৯ জুন বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়ে একটি চুক্তি করে। এর আওতায় বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে রপ্তানির ক্ষেত্রে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বন্দর ও বিমানবন্দর ব্যবহার করা যেত। তবে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (CBIC) মঙ্গলবার (৮ এপ্রিল) আকস্মিকভাবে এই সুবিধা বাতিল করে।

পেট্রাপোল বন্দরের সিএন্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, অর্থ মন্ত্রণালয়ের চিঠির ভিত্তিতে কাস্টমস এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে। বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ট্রানজিট সুবিধা বাতিল করায় বেনাপোল বন্দর থেকে আইজিএম (Import General Manifest) ইস্যু করা সম্ভব হয়নি, ফলে ট্রাকগুলো ঢাকায় ফিরে গেছে।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বিষয়টি নিশ্চিত করে বলেন, তৃতীয় কোনো দেশে রপ্তানির জন্য আনা পণ্যবাহী ট্রাকগুলো ট্রানজিট অনুমতি না থাকায় পেট্রাপোল কাস্টমস কার্পাস ইস্যু করেনি। তাই ট্রাকগুলো ফেরত পাঠানো হয়েছে।

এ বিষয়ে রপ্তানিকারকরা চরম উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বহির্বাণিজ্যে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Header Ad
Header Ad

মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে অসুস্থ হয়ে বাবার মৃত্যু, পরীক্ষার হলে মেয়ে জানে না মৃত্যুর খবর

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে এসএসসি পরীক্ষার্থী মেয়েকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। অসুস্থ হয়ে পথেই মারা যান বাবা মাহবুবুর রহমান। অথচ তার মেয়ে তাসফিয়া তখন পরীক্ষার হলে। বাবার মৃত্যুর খবর সে এখনো জানে না।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রাম থেকে কালিশুরী এসএ ইনস্টিটিউশন কেন্দ্রে যাচ্ছিলেন মাহবুবুর রহমান ও তার মেয়ে তাসফিয়া। মাহবুবুর রহমান নিজেও একজন শিক্ষক, ওই বিদ্যালয়েরই প্রধান শিক্ষক ছিলেন। সকাল ৯টার দিকে তারা রওনা দিলে গাজিমাঝি বাজার এলাকায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত তাসফিয়াকে পরীক্ষাকেন্দ্রে পাঠিয়ে দেন এবং মাহবুবুর রহমানকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইউসুফ জানান, তাসফিয়া এখনো পরীক্ষায় অংশ নিচ্ছে এবং বাবার মৃত্যুর খবর সে জানে না। কালিশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, মাহবুবুর রহমানের তিন কন্যার মধ্যে তাসফিয়া মেজো। পরীক্ষার পর মেয়েকে জানানো হবে বাবার মৃত্যুর খবর।

এই করুণ ঘটনাটি এলাকায় শোকের ছায়া নামিয়েছে।

Header Ad
Header Ad

‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নয়, ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ নাম চায় ইসলামী আন্দোলন

ছবি: সংগৃহীত

‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ রাখার প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে হাজির হয়ে দলটির ছয় সদস্যের একটি প্রতিনিধি দল এ প্রস্তাবনা জমা দেয়। প্রস্তাব গ্রহণ করেন ঐকমত্য কমিশনের প্রধান আলী রিয়াজ।

লিখিত প্রস্তাবে দলটি উল্লেখ করে, রাষ্ট্রের নাম যেন জনগণের কল্যাণের দর্শন ধারণ করে, সে উদ্দেশ্যে ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ নামটি প্রস্তাব করছে তারা।

ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন জানান, দলটির পক্ষ থেকে শুদ্ধাচার, জবাবদিহিতা ও পিআর (প্রতিনিধিত্বমূলক অনুপাত) পদ্ধতিতে নির্বাচনসহ মোট চারটি প্রস্তাবনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, দেশে দুর্নীতি ও দুঃশাসন রোধে শরিয়া আইন প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে, এবং এই বিষয়ে বিএনপির সঙ্গেও মতৈক্য হয়েছে বলে দাবি করেন তিনি।

প্রতিনিধি দলে আশরাফ আলী আকনের সঙ্গে ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূমসহ আরও কয়েকজন নেতা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় ৪ বাংলাদেশি পণ্যবাহী ট্রাক পেট্রাপোল বন্দর থেকে ফেরত
মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে অসুস্থ হয়ে বাবার মৃত্যু, পরীক্ষার হলে মেয়ে জানে না মৃত্যুর খবর
‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নয়, ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ নাম চায় ইসলামী আন্দোলন
৩১৩ জনকে ডিঙিয়ে আগাম জামিন পেলেন সন্ত্রাসী সাজ্জাদকে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে ছাড়াতে চাওয়া স্ত্রী তামান্না
নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীসহ মেয়ের মৃত্যু
ভারতের মত অন্য কোনও দেশ বাংলাদেশের এতটা মঙ্গল চায় না: জয়শঙ্কর
মেসির জোড়া গোলে সেমিফাইনালে ইন্টার মায়ামি
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স
গাজায় গণহত্যার প্রতিবাদে আজ বিএনপির র‌্যালি, রাজধানীতে ব্যাপক প্রস্তুতি
ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল সৌদি আরবে পড়েছে, লক্ষ্য ছিল ইসরায়েল
সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় ২০৯ জন উদ্ধার, আটক ১২ পাচারকারী
পাল্টা শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ, ৯০ দিনের জন্য শুল্ক থাকছে ১০ শতাংশ
গাজায় ইসরায়েলের বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৩৮, নিখোঁজ ৩৪
শুল্ক আরোপের পর বিশ্বনেতারা আমার পশ্চাদ্দেশে চুমু খাচ্ছেন: ট্রাম্প
রাজধানীর কামরাঙ্গীরচরে গণধোলাইয়ে দুই চাঁদাবাজ নিহত
সাবেক মেয়র তাপসের সন্ধান দিলেন ডিবি হারুন
টাঙ্গাইলে ঘর ভেঙে দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধদের নামাজ আদায়
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেলেন ড. খলিলুর রহমান
ভারতে ৫ বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৬ নারী
বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত