হৃদরোগে আক্রান্ত হয়ে আইসিইউতে অভিনেতা শ্রেয়াস
অভিনেতা শ্রেয়াস তালপাড়ে। ছবি: সংগৃহীত
হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা শ্রেয়াস তালপাড়ে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর তাকে মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরির বেলভিউ হাসপাতালে ভর্তি করানো হয়।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এমন খবর প্রকাশ করা হয়েছে। শুক্রবার তার স্ত্রী দীপ্তি শ্রেয়াস তালপাড়ে তার স্বাস্থ্য সম্পর্কে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করছেন। বিবৃতিতে দীপ্তি বলেন, 'অভিনেতা এখন স্থিতিশীল অবস্থায় আছেন এবং কয়েকদিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। মেডিকেল টিমের যত্ন এবং সময়মতো প্রতিক্রিয়া দেওয়া এই সময়ে খুব সহায়ক হয়েছে এবং আমরা তাদের কাজের দক্ষতার জন্য কৃতজ্ঞ।’
এর আগে একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেছিল, শ্রেয়াস তালপাড়ে সম্পূর্ণ ভাল ছিলেন এবং বৃহস্পতিবার মুম্বাইয়ে অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমার শুটিং করছিলেন শ্রেয়াস।সারাদিন শুটিংয়ের সময় শারীরিকভাবে পুরোপুরি সুস্থ ছিলেন এই অভিনেতা। সিনেমার সেটে সবার সঙ্গে হাসিঠাট্টাও করেছেন তিনি।
এমনকি বেশকিছু সিকোয়েন্সও শ্যুট করেছেন যেগুলোতে কিছুটা অ্যাকশন ছিল। শুটিং শেষ করে বাড়িতে গিয়ে স্ত্রীকে জানান যে, তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন। দীপ্তি হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই অজ্ঞান হয়ে পড়ে যান এই অভিনেতা।
তাকে তড়িঘড়ি মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরির ভেলভেউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা জানান যে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন শ্রেয়াস। রাত ১০টা নাগাদ তার এনজিওপ্লাস্টি করা হয়। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শ্রেয়াসের শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল আছে। আইসিইউতে রাখা হয়েছে তাঁকে।
শ্রেয়াস মারাঠি সিনেমার জগতের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা। তবে হিন্দি সিনেমার জগতেও অত্যন্ত পরিচিত তিনি। তাকে ‘ইকবাল’, ‘ওম শান্তি ওম’, ‘গোলমাল রিটার্নস’, ‘হাউসফুল টু’সহ আরও হিট বলিউড সিনেমাতে দেখা গেছে। শ্রেয়াসকে শিগগিরই কঙ্গনা রনৌতের সঙ্গে ‘ইমার্জেন্সি’ সিনেমাতে দেখা যাবে। দুই দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে শ্রেয়াস ৪৫টির বেশি সিনেমাতে কাজ করেছেন।
‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমাতে অক্ষয়, শ্রেয়াস ছাড়া রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, আরশদ ওয়ারশি, সুনীল শেঠি, সঞ্জয় দত্ত, দিশা পাটানি, জ্যাকুলিন ফার্নান্দেজ, পরেশ রাওয়াল, রজপাল যাদব, জনি লিভারসহ আরও অনেক অভিনয় শিল্পী আছেন। এই সিনেমার মুক্তির দিন এখনো জানানো হয়নি।