গোল্ডেন গ্লোব হাতে মঞ্চে স্পিলবার্গের আবেগঘন বক্তব্য
জমকালো আয়োজনে ৮০তম গোল্ডেন গ্লোবে মিলনায়তন ভর্তি অভিনেতা, অভিনেত্রী, চিত্রনাট্যকার, প্রযোজক ও কলাকুশলীদের সামনে সেরা পরিচালকের পদক হাতে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা চলচ্চিত্রকার স্টিফেন স্পিলবার্গ তার ব্যক্তিগত স্মৃতিটি চলচ্চিত্রের পর্দায় ‘দ্যা ফেইবলম্যানস’র মাধ্যমে ভাগ করে নিতে কেন এত সময় নিয়েছেন সে ব্যাখ্যা দিয়েছেন।
‘স্বর্ণ বিশ্ব’র আট দশক পূর্তির এই বিশেষ ও বিপুল আয়োজনে মঙ্গলবার (১০ জানুয়ারি) স্পিলবার্গ ক্লিন্ট ইস্টউড, মার্টিন স্করসেইজি, অলিভার স্টোন, মিলস ফোরম্যান এবং ডেভিড লিনের সঙ্গে সবচেয়ে বেশি গোল্ডেন গ্লোব জয় করা পরিচালকের কাতারের দ্বিতীয় সারিতে নিজের নামটি লিখে দিয়েছেন। তিনি মোট তিনটি গ্লোন্ডেন গ্লোব জয় করেছেন ও ১৪ বার মনোনীত হয়েছেন। বিশ্বের সর্বকালের সবচেয়ে সফল এই চলচ্চিত্র পরিচালকের আগে আছেন কেবল তার স্বদেশী এলিয়া কাসান। তিনি চারবার মনোনীত হয়ে চারবারই সেরা চলচ্চিত্র পরিচালকের গ্লোন্ডেন গ্লোব হাতে ফিরেছেন। তবে তার চেয়ে বেশি এবং সর্বকালের সবচেয়ে বেশিবার মনোনীত হওয়া মানুষটি এই স্পিলবার্গই।
গতকাল রাতে স্টেজ বা মঞ্চে উঠে স্পিলবার্গ আরও জানিয়েছেন কীভাবে নিজের জীবনের এই অবিশ্বাস্য গল্প ভাগ করে নেবার শক্তি তিনি লাভ করেছেন- 'আমি ১৭ বছর বয়স থেকে আমার এই গল্পটি নিজের ভেতরে লুকিয়ে চলেছি। গল্পটি বলার সময়ও আমার অনেক কিছু তাতে দিয়েছি। ভাগে, ভাগে গল্পটি আমার জীবনের ছবিগুলোতেও বলেছি। নানা মোড়কেও হাজির করেছি আমার চলচ্চিত্র ক্যারিয়ারে। এই জীবনের অন্যতম সেরা ছবি ‘ই.টি.’তে আছে, সেখানে এই গল্পটি নিয়ে অনেক কিছু করতে হয়েছে। ‘ক্লোজ এনকাউন্টারর্স-এও তাই। তবে মাথা থেকে নামিয়ে দেবার পুরো শক্তিটি আমার কখনোই ছিল না। যতক্ষণ না টনি কাশনার, যখন আমরা ‘মিউনিখ’ নিয়ে কাজ করছি, অনেক, অনেক বছর আগে, এই চিত্রনাট্যকার আমাকে বসালো এবং বললো, ‘আমাকে এই সবগুলো গল্পই পুরোটা বলো, যেটি আমি তোমার জীবন থেকে শুনেছি।’ এরপরই তখন থেকে আমরা আস্তে, আস্তে জীবনের এই আলাপ শুরু করলাম এবং যদিও মিউনিখের পুরোটা সময় ধরে আমাদের আলাপ চলেছি, চলেছে ‘লিংকন’র পুরোটা সময় ধরে এবং সেভাবে ‘ওয়েস্ট সাইড স্টোরি’তে।'
অত্যন্ত আবেগ ভরে, সবাইকে তার জাদুতে বুঁদ করে রেখে স্টিফেন স্পিলবার্গ বলে চলেছেন, ‘আমি মনে করি, এই বিষয়ে আমার করণীয় সবকিছুই করতে পরেছি এবং এই কারণটিই শেষমেষ নিজেকে পুরোপুরি সৎভাবে বিষয়টিতে তৈরি হতে সাহায্য করেছে। যেটি একজন কিশোর-তরুণের জন্য মোটেও কোনো সহজ কাজ ছিল না। আর এখন সবাই আমাকে একটি সফল গল্প হিসেবে মনে করেন, দেখেন ও মান্য করেন। তারা আগে যেভাবে অমাদের দেখেছেন, সেভাবেই দেখেন। যেভাবে তারা আমাদের তথ্যগুলো সংগ্রহ করেন সেই উপায়ে চলেন। তবে কেউই জানেন না, সত্যিকারভাবে এই জীবনগুলো সম্পর্কে। তারা বলতে পারেন না, আমরা আসলে কারা, যতক্ষণ না নিজেরা শক্তি ও উদ্যম সংগ্রহ করে তাদের সবাইকে আমরা কারা বলার শক্তিটি অর্জন করতে না পারি এবং এই কারণেই জীবনের অনেক দীর্ঘ সময় কাটিয়েছি যে, কখন আমার সেই গল্পটি কোনভাবে বলব। এই বলার কৌশলের জন্য আমাকেই অনেক কাজ করতে হয়েছে। যখন গল্প বলার ভঙ্গিটি নিয়ে কাজ করতে নেমেছি তখন আমার ৭৪। তখনই মনে হয়েছে, আমার এখন কাজটি করাই ভালো। নিজেকে বারবার কথাটি বলতে হয়েছে। অসলেই খুব খুশি যে, কাজটি আমি করতে পেরেছি।’
দ্যা ফেইবলম্যানসের তার জীবনের গল্প ও গল্পে মিশেলে বানানো একটি ছবি। তার কিশোরবেলার বা বয়সন্ধিকালের সত্যিকারের কাহিনী। সেখানে আছে তার চলচ্চিত্রকারের জীবনের প্রথম দিকের জীবনটিও। সামি ফেইবলম্যানের চোখ দিয়ে বলেছেন স্পিলবার্গ। তাতে চরিত্রটি করেছেন মোটে ২০ বছরের তরুণ কানাডিয়ান-মার্কিন অভিনেতা গ্যাব্রিয়েল লিবেল। এই ছবিতে আরো অভিনয় করেছেন দুইবারের গোল্ডেন গ্লোবজয়ী ৪২ বছরের মার্কিন অভিনেত্রী মিশেল উইলিয়ামস, ৩৮ বছরের মার্কিন অভিনেতা পল দানো, ৪০ বছরের মার্কিনি সেথ রোগ্যান ও ৮৭ বছরের প্রবীণ ও দুবারের লাইফ টাইম অ্যামি অ্যাওয়ার্ড একজন কৌতুকাভিনেতার অসাধারণ অভিনয়ের জন্য লাভ করা জাড হার্শ।
এবারের গোল্ডেন গ্লোবের জন্য স্টিফেন স্পিলবার্গের ‘দ্যা ফেইবলম্যানস’ লড়েছে তার আজীবনের প্রতিদ্বদ্বী জেমস ক্যামেরনের অসাধারণ সিনেমা ‘অ্যাভাটার : দি ওয়ে অব ওয়াটার’, পরিচালক ও চিত্রনাট্যকার জুটি-দ্য ড্যানিয়েলস নামে খ্যাত ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনেটের ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ান্স’, বাজ লুম্যানের ‘ইভিলস’ ও মার্টিন ম্যাকডোনাহ’র ‘দ্যা বালশিজ অব ইনিশ্যারেন’র সঙ্গে।
হলিউডে কাজ করা বিদেশী সাংবাদিকদের এই সমিতি ‘দ্যা হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন’ তাদের সাংবাদিক ও নানা দেশের চলচ্চিত্র সমালোচকদের ভোটে সেরা ছবিগুলো নিবার্চিত করে। তাদের গোল্ডেন গ্লোবের মালিকানা প্রতিষ্ঠানটি হলো বা প্রদান করা কোম্পানিটি হলো মার্কিন আবাসন কোম্পানি এলড্রিজ ইন্ডাস্ট্রিজ। আর তাদের স্পন্সর গণমাধ্যম হলো দি হলিউড রিপোর্টার-পিএমই হোল্ডিংস ও এলএলসি- পেনস্কে মিডিয়া করপোরেশন ও এলড্রিজের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান।
ওএফএস/এএস