ব্ল্যাকস্টোনের সঙ্গে ২০০ মিলিয়ন ডলারের চুক্তি করবেন জাস্টিন বিবার
মার্কিন যুক্তরাষ্ট্রের বিকল্পধারার বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন ইনকরপোরেশনের সঙ্গে নিজের গানগুলোর স্বত্ব নিয়ে ২০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছেন পপ তারকা জাস্টিন বিবার।ওয়াল স্ট্রিট জার্নাল।
বিশ্বের অন্যতম আগ্রহ জন্ম দেওয়া ২৮ বছর বয়সী কানাডিয়ান এই তারকার অন্যতম উদ্দেশ্য, মানুষ যাতে তার মেধাস্বত্বের সঙ্গে পরিচিত হতে পারেন। এই চুক্তির মধ্যে বিবারের প্রকাশিত ও রেকর্ড করা গানগুলোর স্বত্বসহ বিস্তারিত সবই থাকবে। তাদের এই চুক্তিতে তৃতীয় পক্ষ হিসেবে থাকছে যুক্তরাজ্যের হিপনোসিস সঙস ফান্ড।
যুক্তরাষ্ট্রের ব্ল্যাকস্টোন ও যুক্তরাজ্যের হিপনোসিস তাদের সহায়তা ও অংশীদারিত্ব চুক্তির কথা ঘোষণা করেছেন গত বছরের অক্টোবরে। তারা গানের মেধা ও বিপণন স্বত্ব এবং বিক্রি ব্যবস্থাপনা বিষয়ে মোট ১ বিলিয়ন মার্কিন ডলার যৌথভাবে বিনিয়োগের কথা উল্লেখ করেছেন। যুক্তরাজ্যের হিপনোসিস সংস ফান্ড তাদের হিপনোসিস সং ম্যানেজমেন্টের মাধ্যমে আগে থেকে বিবারের গানগুলো তাদের অনলাইনে স্ট্রিমিং করেছেন। তারা ব্যবহার করবেন তাদের সিনেমাগুলোতে, বিজ্ঞাপনে। এই প্রতিষ্ঠানটিরও পেছনে থাকবে ব্ল্যাকস্টোন ইনকরপোরেশন।
সংবাদমাধ্যম রয়টার্স জানতে চাইলেও চুক্তির বিষয়ে হিপনোসিস এবং বিবার কেউই সঙ্গে সঙ্গে কোনো মন্তব্য জানাননি।
মাত্র ১৩ বছর বয়সেই খ্যাতি লাভ করতে শুরু করেন বিবার। তিনি তার বিখ্যাত গান ‘বেবি’র মাধ্যমে সাফল্যের দেখা পান। পপ তারকা জাস্টিন বিবার এখন অসুস্থ। এই বছরের জুনে তার কানের পাশের স্নায়ুগুলো রামজি হান্ট সিনড্রোম নামের রোগে আক্রান্ত হয়েছে। ফলে তার মুখটি অসাড় হয়ে গিয়েছে। বিবার তার কনসার্টগুলো বাতিল করতে বাধ্য হয়েছেন। এখন তিনি চিকিৎসাধীন।
মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকজন বিখ্যাত পপ গায়ক, ৪১ বছরের জাস্টিন টিম্বারলেট তার গানগুলোর স্বত্ব লাভের জন্য সেগুলো বিক্রি করেছেন একই প্রতিষ্ঠান হিপনোসিস সং ফান্ডকে। তারা হিপনোসিস সং ম্যানেজমেন্টের মাধ্যমে বিবারের মতো এই বছরের মে মাস থেকে টিম্বারলেকের গানগুলো তাদের মতো করে বাজারে আনছেন।
ওএফএস/এএস