তিন বছর পর অভিনয়ে নিয়মিত শিমুল খান
চলচ্চিত্রাভিনেতা শিমুল খান। অভিনয় দিয়ে ইতোমধ্যেই সর্বজন পরিচিতি পেয়েছেন তিনি। ২০০৭ থেকে র্যাম্প মডেলিং দিয়ে মিডিয়ায় পথচলা শুরু তার। এরপর টেলিভিশন নাটকের পর ইফতেখার চৌধুরী পরিচালিত ‘দেহরক্ষী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন এই অভিনেতা।
দেশের গণ্ডি পেরিয়ে জার্মানী, মালয়েশিয়া এবং ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গেও কাজ করেছেন তিনি। অভিনয় করেছেন ৫০টিরও বেশি সিনেমায়। কিন্তু গত তিন বছর ওটিটি প্লাটফর্মে ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি।
এবার আবারও নিয়মিতভাবে অভিনয়ে ফিরেছেন শিমুল খান। বাংলাদেশের তিন বাহিনী-সেনা, নৌ এবং বিমান বাহিনীর যৌথ উদ্যোগ এবং অংশগ্রহণে 'বিশেষ অনির্বাণ ২০২২' এর প্রধান নেতিবাচক চরিত্র 'রতন সমাদ্দার' এর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে নিয়মিত কাজে ফিরলেন এই অভিনেতা।
রবিবার (২০ নভেম্বর) রাত ৯টায় বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে এটি প্রচারিত হবে। এটি পরিচালনা করেছেন রাইসুল ইসলাম অনিক।
শিমুল খান এরইমধ্যে ক্যারিয়ারে প্রথম সরকারি অনুদানের সিনেমায় মাসুম রেজার চিত্রনাট্যে মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ শিরোনামের সিনেমার শুটিং শেষ করেছেন। শিমুল খান অভিনীত সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’ সিনেমারও কিছু অংশের শুটিং বাকি আছে।
কাজে ফেরা নিয়ে শিমুল খান বলেন, ‘আমার মেয়ে অসুস্থ থাকার জন্য আমি স্বেচ্ছায় কাজ কমিয়ে দিয়েছিলাম। মাঝে টানা দুই বছরের বেশি সময় মিডিয়া পাড়ার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রেখেছিলাক নিজেকে। এখন আল্লাহর রহমতে আমার মেয়ে পুরোপুরি সুস্থ।’
তিনি বলেন, ‘এ ছাড়া, নিজের প্রিয় চলচ্চিত্র জগতের উপর বিচ্ছিন্ন কিছু অভিমানও এতদিন বুকে জমাটবদ্ধ ছিলো। তবে আশার কথা, সবকিছুকে পেছনে ফেলে গত কিছুদিন হলো আমি আবারও কাজে ফিরেছি।’
বর্তমানে কে এম নাঈম এবং মাহি ইসলাম মিতুলের যৌথ পরিচালনায় একটি বড় ক্যানভাসের ওয়েব সিরিজে মোশাররফ করিমের প্রতিদ্বন্দ্বী চরিত্রে অভিনয় করছি। যেটি শিগগিরই দেশের একটি প্লাটফর্মে মুক্তি পাবে।’
শিমুল খান আরও বলেন, ‘এই মুহূর্তে আমি দর্শক নন্দিত চলচ্চিত্র 'হাওয়া’র নির্মাতা মেজবাউর রহমান সুমনের নিজস্ব প্রোডাকশন হাউজ ‘ফেসকার্ড’ এর নির্মাণে সিদ্দিক আহামেদ পরিচালিত 'অগোচোরা' শিরোনামের একটি ক্রাইম থ্রিলার ধারার ওয়েব সিরিজের শ্যুটিংয়ে ব্যস্ত সময় পার করছি। যেটির চিত্রনাট্য লিখেছেন দুই বাংলার প্রবল জনপ্রিয় ওয়েব সিরিজ ‘কারাগার’ এর লেখক জুটি সিদ্দিক আহামেদ এবং নেয়ামত উল্লাহ মাসুম।’
এএম/এমএমএ/