৭৬ পেরিয়ে আসাদুজ্জামান নূর
কিংবদন্তি অভিনেতা, আবৃত্তিকার ও রাজনীতিবিদ আসাদুজ্জামান নূর। টেলিভিশন নাটকে তিন দশক ধরে অভিনয় করে জয় করেছেন কোটি কোটি বাঙালির হৃদয়। মঞ্চেও অভিনয় দিয়ে দ্যুতি ছড়িয়েছেন এ অভিনেতা। বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র তিনি।
‘কোথাও কেউ নেই’ নাটকের বাকের ভাই কিংবা ‘অয়োময়’ নাটকের মির্জা চরিত্রগুলো আজও সবার কাছে সমান জনপ্রিয় ও আলোচিত।
নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে আসাদুজ্জামান নূর চার দশকের বেশি সময় ধরে মঞ্চে অভিনয় করছেন। টিভি নাটকে প্রথম অভিনয় করেন ‘রঙ্গের ফানুষ’ নাটকে।
দেশের খ্যাতিমান ও নন্দিত এ অভিনেতার জন্মদিন আজ সোমবার (৩১ অক্টোবর)। ৭৬ বসন্ত পেরিয়ে আজ তিনি পা দিয়েছেন ৭৭ বছরে। ১৯৪৬ সালের এই দিনে নীলফামারী জেলায় জন্মগ্রহণ করেন তিনি। অভিনয়, রাজনীতির পাশাপাশি আবৃত্তিশিল্পী ও সংগঠক হিসেবে সর্বজন পরিচিতি পেয়েছেন তিনি। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মঞ্চের পাশাপাশি টেলিভিশন নাটকে অভিনয় করে পেয়েছেন তারকা খ্যাতি। নব্বইয়ের দশকে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ নাটকে বাকের ভাই চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।
আসাদুজ্জামান নূর বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে পর পর চার বার জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। বাংলাদেশ সরকারের সংস্কৃতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠায় অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সদস্যও তিনি। সুদীর্ঘ অভিনয় ও রাজনৈতিক জীবনে আসাদুজ্জামান নূর পেয়েছেন স্বাধীনতা পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা।
কিংবদন্তি এ অভিনেতার জন্মদিনে ঢাকাপ্রকাশের পক্ষ থেকে রইলো শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন আসাদুজ্জামান নূর।
এএম/এসএন