বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন আমির খান?

বলিউডে ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান। কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর আমির খানের বিয়ের জল্পনা এখন তুঙ্গে। আর সেই নারী আর কেউ নন, ‘দাঙ্গাল’ ছবিতে আমিরের বড় মেয়ের চরিত্রে অভিনয় করা ফাতিমা সানা শেখ। তাদের দু’জনের কিছু ছবি রীতিমতো ভাইরাল নেটদুনিয়ায়। অনেকে মনে করছেন, সানা শেখই হতে যাচ্ছেন আমির খানের তৃতীয় স্ত্রী। 

২০০৫ সালের ২৮ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন আমির-কিরণ। বিয়ের ছয় বছর পর জন্ম হয় এই জুটির একমাত্র সন্তান আজাদ রাও খানের। কিরণের আগে রিনা দত্তের সঙ্গে সংসার করেছেন আমির। প্রথম স্ত্রীর সঙ্গে তার দুই সন্তান ইরা খান ও জুনেইদ খান।

কিরণের সঙ্গে বিচ্ছেদের পর ঘোষণা দিলেন আমির বন্ধুত্ব অটুট থাকবে তাদের মধ্যে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় গত কয়েক দিন ধরেই আমিরের তিন নম্বর বিয়ে নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে।

তাদের ডিভোর্সের ঘোষণার পরপরই ফেসবুকে গুঞ্জন উঠেছিল আমির-ফাতিমার সম্পর্ক নিয়ে। নেটিজেনদের দাবি, ফাতিমার প্রেমে পড়েই নাকি কিরণের সঙ্গে নিজের সংসার ভেঙেছেন আমির খান। তবে দঙ্গল কন্যা ফাতিমা স্পষ্ট করেছেন, আমির খান তার মেন্টর মাত্র। তাদের মধ্যে কোনো রকমের প্রেমের সম্পর্ক নেই।

এর আগে ১৯৮৬ সালের ১৮ এপ্রিল রীনা দত্তকে বিয়ে করেছিলেন বলিউডের জনপ্রিয় তারকা আমির খান। তাদের দুই সন্তান, ছেলে জুনায়েদ আর মেয়ে ইরা। চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন রীনা দত্ত। ২০০২ সালের ডিসেম্বরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

ফাতিমার সঙ্গে পরিচয় ‘দঙ্গল’ সিনেমায়। এ ছবিতে আমির ও ফাতিমা একসঙ্গে কাজ করেছেন। ‘দঙ্গল’ সিনেমায় আমির খানের মেয়ের চরিত্রে অভিনয় করেন ফাতিমা সানা শেখ। সিনেমাটি বক্স অফিসে রীতিমতো ঝড় তোলে। এরপর ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমায় তাদের একসঙ্গে দেখা গেছে। তবে পরের সিনেমাটি বক্স অফিসে খু্ব বেশি সুবিধা করতে পারেনি। কিন্তু এরপর থেকেই আমির ও সানার প্রেমের গুঞ্জন উড়তে শুরু করে। সম্প্রতি এর মধ্যেই ভাইরাল হয়ে গেছে আমির-সানার একাধিক ছবি। ছবিগুলো দেখে অনেকেরই অনুমান, সানাকেই নাকি তৃতীয় স্ত্রী করতে যাচ্ছেন আমির খান।

Header Ad
Header Ad

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের সাক্ষাৎ

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে যুক্তরাজ্যের লন্ডনে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসভবনে গত রোববার (১৩ এপ্রিল) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ আবু তাহের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফিরেছেন। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে সাক্ষাৎ করেন। এ সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন।”

তবে এই সাক্ষাতে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। এ প্রসঙ্গে মারুফ কামাল খান লেখেন, “খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের দুই শীর্ষনেতার কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। এই সাক্ষাৎ রাজনীতির রসায়নে নতুন কোনও ক্রিয়া-প্রতিক্রিয়া সৃষ্টি করবে নাকি নিছক সৌজন্য সাক্ষাৎ হয়েই থাকবে, তা বুঝতে হলে আমাদেরকে চোখ রাখতে হবে সামনের দিকে।”

রাজনৈতিক অঙ্গনে এ সাক্ষাৎ নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকা খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের এ সাক্ষাৎ ভবিষ্যৎ রাজনৈতিক মেরুকরণ বা ঐক্য গঠনের ইঙ্গিত দিচ্ছে কিনা—তা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে।

Header Ad
Header Ad

“আমাদের পূর্ণ গতিতে এগোতে হবে” : এলডিসি উত্তরণে প্রধান উপদেষ্টার নির্দেশ

ছবি: সংগৃহীত

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “উই হ্যাভ টু মুভ ইন ফুল স্পিড”—আমাদের পূর্ণ গতিতে এগোতে হবে। তিনি বলেন, “এই উত্তরণ যেন কোনো খাতকে ক্ষতিগ্রস্ত না করে, বরং মধ্যম আয়ের দেশ হিসেবে আমরা যেন সুযোগ তৈরি করতে পারি, সে লক্ষ্যে কার্যকর প্রস্তুতি ও মনিটরিং অব্যাহত রাখতে হবে।”

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন।

সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং এলডিসি উত্তরণের প্রক্রিয়ায় যাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সেজন্য সকল প্রস্তুতি ও কৌশল দ্রুত বাস্তবায়ন করার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা।

পর্যালোচনা সভায় এলডিসি গ্র্যাজুয়েশন বিশেষজ্ঞ কমিটির প্রধান ও অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সরকারি ড. আনিসুজ্জামান চৌধুরী একটি বিশ্লেষণধর্মী পেপার উপস্থাপন করেন। এছাড়া সভায় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন, বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দীন, পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, পরিবেশ ও বন উপদেষ্টা রিজওয়ান হাসান চৌধুরী, মানবাধিকার বিশেষজ্ঞ আদিলুর রহমান খান, বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান আহসান এইচ মনসুর, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিববৃন্দ।

দুই ঘণ্টাব্যাপী এ সভায় এলডিসি থেকে উত্তরণের ফলে কর্মসংস্থান, বেসরকারি খাত এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের ওপর সম্ভাব্য প্রভাব ও করণীয় নিয়ে বিশদ আলোচনা হয়। সিদ্ধান্ত হয়, উত্তরণের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা যাদের রয়েছে, তাদের ঝুঁকি নিরসনে দেশি-বিদেশি বিশেষজ্ঞ এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে পরামর্শের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা হবে।

এছাড়া বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং ও ইকোনমিক হাবে পরিণত করার ব্যাপারে গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে বই দেখে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা, ফেসবুকে ভিডিও ভাইরাল!

টাঙ্গাইলে বই দেখে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে দায়িত্বরত শিক্ষকদের সহযোগিতায় বই দেখে এসএসসি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। তা মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভিডিওটি ভাইরাল হওয়ায় নানা মহলে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

জানা যায়, গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) সারা দেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতেও এসএসসি ও সমমানের বাংলা প্রথমপত্র অনুষ্ঠিত হয়। এতে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুলের পরীক্ষার কেন্দ্র (ভোকেশনাল) বাংলা প্রথমপত্র শিক্ষকদের সহায়তায় শিক্ষার্থীরা বই দেখে পরীক্ষা দেয়।

এ ব্যাপারে তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল কেন্দ্র সচিব তোফাজ্জল হোসেন তুহিন দাবি করে জানান, শিক্ষার্থীরা তার কাছে জানায় ভিডিও অনেক আগের।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কবীর জানান, আমি এখানে নতুন এসেছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত জানান, বিষয়টি জানতে পেরে কালিহাতীর ইউএনওকে ওই পরীক্ষার কেন্দ্রে পাঠিয়েছিলাম। গত পরীক্ষায় ওই কক্ষে যে শিক্ষকরা ডিউটিতে ছিলেন তারা চলমান পরীক্ষায় ডিউটি করতে পারবেন না।

তিনি আরও বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি করা হবে। তদন্ত রিপোর্ট মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের সাক্ষাৎ
“আমাদের পূর্ণ গতিতে এগোতে হবে” : এলডিসি উত্তরণে প্রধান উপদেষ্টার নির্দেশ
টাঙ্গাইলে বই দেখে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা, ফেসবুকে ভিডিও ভাইরাল!
নওগাঁয় আগুন, শহরজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন
হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের দোরগোড়ায় টাইগ্রেসরা
গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য সারোয়ার কবির গ্রেপ্তার
সাবেক মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রীর ৩০৪ একর জমি জব্দ
‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’ স্লোগানে মুখর ঢাকার আদালত পাড়া
এবার রাজনৈতিক দল আনছেন ডেসটিনির রফিকুল আমীন
‘ঘুষ হিসেবে’ গুলশানে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলা
রংপুরের মিঠাপুকুরে প্রকাশ্যে বৃদ্ধার ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন
নিখোঁজের ৩ দিন পর সেফটি ট্যাংকে মিললো কলেজছাত্রের মরদেহ
‘আ.লীগের মিছিল বড় হতে শুরু করেছে’, সাবধান করলেন হাসনাত আব্দুল্লাহ
কস্টিউমের ভেতরে আরো দুইটা জামা পরেছিলাম: সামিরা খান মাহি (ভিডিও)
বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি
১ কিমি পিচ ঢালাই তুলে ফেলার পর ঠিকাদার বুঝলেন, ভুল সড়কে কাজ করছেন
পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা আমি বলিনি, জনগণ বলেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ (ভিডিও)
লিটারে ১৪ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম