করোনা আক্রান্ত কারিনা
বলিউডে আবারও করোনার হানা। এবার করোনা আক্রান্ত হলেন ছোটা নবাব পত্নী কারিনা কাপুর খান।
করোনা শনাক্ত হবার আগে কারিনা কাপুর খান একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। ওই পার্টিতে উপস্থিত ছিলেন করিনার ঘনিষ্ঠ বান্ধবী অমৃতা অরোরা। তিনিও করোনা পজিটিভ বলে জানা গেছে। দুই বলিউড অভিনেত্রী এখন আইসোলেশনে।
ওই পার্টিতে উপস্থিত সকলকে করোনা টেস্টের আদেশ দিয়েছে মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)।
বলিউড তারকা অনিল কাপুরের মেয়ে রিয়া কাপুরের বাসায় ওই পার্টির আয়োজন করা হয়। পার্টিতে উপস্থিত কাউকেই করোনা সংক্রান্ত কোনো বিধিনিষেধই মানতে দেখা যায়নি। কারিনা আর অমৃতার করোনার সংক্রমণের খবরের পর বলিউড এখন শঙ্কিত।
কারিনা আর অমৃতার সংস্পর্শে যারা এসেছেন, তাদের প্রত্যেকে করোনা পরীক্ষা করানোর আদেশ দিয়েছে বিএমসি। বিএমসি এখন সেই সব ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করছে, যারা কারিনা আর অমৃতার সঙ্গে পার্টি করেছিলেন।
কারিনা আর তার 'গার্লস গ্যাং'-এর সঙ্গে পার্টিতে কারিনার বোন কারিশমা কাপুর, মালাইকা অরোরাকেও দেখা যায়।
কেএফ/