শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

রবিবার ঢাবি মাতাবেন ‘নগর বাউল’ জেমস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত হয়েছে জমকালো উৎসব। এ উৎসবের পঞ্চম দিন আগামীকাল রবিবার (১২ ডিসেম্বর)। এদিন উৎসব মাতাবেন 'নগর বাউল' খ্যাত জেমস। দর্শকদের শোনাবেন তার জনপ্রিয় কিছু গান। এ আয়োজনের পৃষ্ঠপোষকতায় থাকা ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস 'নগদ' এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এ উপলক্ষে জেমস কনসার্টের আগে ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে তিনি বলেন, ‘বন্ধুরা, আমি আসছি ১২ ডিসেম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনসার্টে। গান হবে, কথা হবে।’ 

করোনা মহামারির কারণে দেড় বছরের বেশি সময় কনসার্টের বাইরে ছিলেন দেশসেরা ব্যান্ড তারকা ফারুক মাহফুজ আনাম ওরফে জেমস। সেই বিরতি ভেঙে গত ১২ নভেম্বর স্টেজ শোতে ফেরেন তিনি। এদিন তিনি রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজিত ‘নভেম্বর রেইন’ নামক কনসার্টে অংশ নেন।

ঠিক এক মাস পর আবারও কনসার্টে দেখা যাবে জেমসকে। এবার তিনি গাইবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কনসার্টে। ১২ ডিসেম্বর এ আয়োজনের পঞ্চম দিন। সেদিন মঞ্চ মাতাবেন তিনি।

 

Header Ad
Header Ad

যমুনার দুর্গম চরে সুবিধাবঞ্চিতদের ফ্রী স্বাস্থ্যসেবা দিচ্ছে হিউম্যান কনসার্ন

দাতা সংস্থা ‘হিউম্যান কনসার্ন আমেরিকা’ সংস্থার উদ্যোগে টাঙ্গাইলের ভূঞাপুরে ফ্রী স্বাস্থ্যসেবা প্রদান। ছবিঃ ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের ভূঞাপুর চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষেদের তিনদিন ব্যাপী ফ্রী চিকিৎসা সেবার আয়োজন করে দাতা সংস্থা ‘হিউম্যান কনসার্ন আমেরিকা’ নামে একটি সেচ্ছাসেবী সংস্থা। এই সেবাদান কার্যক্রমে ৩ শতাধিক রোগী চিকিৎসা সেবা নেন এবং একইসাথে শতাধিক প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে সংস্থাটি। বিনামূল্যে চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী সহায়তা পেয়ে খুশি দুর্গম চরাঞ্চলের মানুষ।

গত বুধবার (২৯ জানুয়ারি) শুরু হওয়া এই স্বাস্থ্যসেবা কার্যক্রম শেষ হয় শুক্রবার (৩১ জানুয়ারি)।

টাঙ্গাইলের ভূঞাপুর চরাঞ্চলের মানুষগুলোর স্বাস্থ্যসেবাসহ নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হয়, কেউ অসুস্থ হলে নৌকাযোগে যেতে হয় ভূঞাপুর বা সিরাজগঞ্জ। তাদের দুর্ভোগ ও ভোগান্তি লাঘবে উপজেলার অর্জুনার চর শুশুয়া এলাকায় ফ্রী চিকিৎসা সেবার আয়োজন করে দাতা সংস্থা ‘হিউম্যান কনসার্ন আমেরিকা’ নামে একটি সেচ্ছাসেবী সংস্থা। সম্প্রতি ওই এলাকায় তিনদিন ব্যাপি চিকিৎসা সেবা প্রদান করেন।

প্রথম দিন ফ্রী মেডিকেল ক্যাম্পটি উপজেলার অর্জুনা ইউনিয়নের চর শুশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ৩ শতাধিক রোগী চিকিৎসা সেবা নেন এবং একইসাথে শতাধিক প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে সংস্থাটি। বিনামূল্যে চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী সহায়তা পেয়ে খুশি দুর্গম চরাঞ্চলের মানুষ। চিকিৎসা ক্যাম্পের আয়োজন নিয়মিত করার দাবি জানিয়েছে তারা।

ফ্রি চিকিৎসা সেবা নিতে আসছিলেন ৭০ বছরের বয়োজেষ্ঠ্য রোমেছা বেগম। এ সময় কথা হয় তার সাথে, তিনি বলেন- চরে থাকি, দীর্ঘদিন ধরে কোমড়ের ব্যাথায় ভুগছি। কিন্তু বয়স হওয়ায় চলতে পারি না। তারমধ্যে যাতায়াতে সমস্যা। ডাক্তার দেখানোর জন্য নৌকা দিয়ে যেতে হয় ভূঞাপুর হাসপাতালে বা সিরাজগঞ্জ। কয়েকদিন আগে শুনেছি বাড়ির পাশে চিকিৎসা দিবে। এখানে বিনামূল্যে ডাক্তার দেখিয়ে ঔষুধ নিলাম।

হিউম্যান কনসার্ন ইউএসএ’র সিইও মাসুম মাহবুব বলেন, বাংলাদেশে ১০ হাজার মানুষের জন্য মাত্র পাঁচ জন ডাক্তার রয়েছে। যা স্বাস্থ্যসেবার সংকট তৈরি করছে। এই সংকট মোকাবেলায় হিউম্যান কনসার্ন ইউএসএ কাজ করছে। এরই অংশ হিসেবে টাঙ্গাইলের ভূঞাপুরে চর শুশুয়া এলাকায় ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে দুর্গম চরাঞ্চলের নানা বয়সের মানুষ এই ক্যাম্পে চিকিৎসা নেন। কার্যক্রম চলমান থাকবে।



Header Ad
Header Ad

প্লে-অফে খুলনা টাইগার্স কপাল পুড়ল রাজশাহীর

ছবি: সংগৃহীত

খুলনা টাইগার্স অবশেষে তাদের বহু প্রতীক্ষিত জয় তুলে নিয়ে বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে, আর সেই সঙ্গে রাজশাহীকে কাঁদিয়ে বিদায় জানিয়েছে। আগের কয়েকটি ম্যাচে জয়ের কাছে গিয়েও হেরে যাওয়া খুলনার জন্য এটি ছিল বাঁচা-মরার লড়াই। শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল মেহেদি হাসান মিরাজের দল।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ঢাকার ব্যাটিং লাইনআপ পুরোপুরি ব্যর্থ হয়। ওপেনার তানজিদ হাসান তামিম ছাড়া কেউই বলার মতো ইনিংস খেলতে পারেননি। ৩৭ বলে ৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেললেও বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। লিটন কুমার দাস মাত্র ১০ রান করে ফেরেন। শেষ দিকে সাব্বির রহমান (২০) ও মেহেদি হাসান রানার (১৩) ব্যাটে ভর করে কোনোভাবে ১২৩ রান পর্যন্ত পৌঁছায় ঢাকা।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতেই চাপে পড়ে খুলনা টাইগার্স। প্রথম ওভারের শেষ বলে দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ নাইম শেখ আউট হয়ে ফেরেন সাজঘরে। এরপর ১৪ রানে দ্বিতীয় উইকেট হারালে ম্যাচ জমে ওঠে। তবে এখান থেকেই সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক মিরাজ। ৫৫ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

ঢাকার এই হারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজশাহী। ১২ ম্যাচে খুলনা ও রাজশাহীর পয়েন্ট সমান ১২ হলেও নেট রান রেটে এগিয়ে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে মিরাজের দল। বিপিএলের শীর্ষ চারে এখন রয়েছে রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, চিটাগং কিংস ও খুলনা টাইগার্স।

Header Ad
Header Ad

অমর একুশে বইমেলার পর্দা উঠল  

ছবিঃ সংগৃহীত

‘জুলাই গণ-অভ্যুত্থান : নতুন বাংলাদেশ নির্মাণ’-প্রতিপাদ্য নিয়ে অমর একুশে বইমেলার দুয়ার খুলেছে। কয়েক দশকের ধারাবাহিকতায় ফেব্রুয়ারির প্রথম দিন এক মাসের জন্য শুরু হয়েছে বাংলা ও বাঙালির প্রাণের এ মেলা।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মাসব্যাপী এ বইমেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

প্রতিবছরের মতো এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে প্রাণের বইমেলা। এবার সবচেয়ে বড় বইমেলা আয়োজন করতে যাচ্ছে বাংলা একাডেমি।

বইমেলায় অংশগ্রহণকারী ৭০৮ জন প্রকাশকের মধ্যে ৯৯টি স্টল বাংলা একাডেমি প্রাঙ্গণে, ৬০৯টি সোহরাওয়ার্দী উদ্যানে নির্মাণ করা হবে। গত বছর বইমেলায় ৬৩৫টি প্রতিষ্ঠানকে মোট ৯৩৭টি স্টল বরাদ্দ দেয়া হয়েছিল।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

যমুনার দুর্গম চরে সুবিধাবঞ্চিতদের ফ্রী স্বাস্থ্যসেবা দিচ্ছে হিউম্যান কনসার্ন
প্লে-অফে খুলনা টাইগার্স কপাল পুড়ল রাজশাহীর
অমর একুশে বইমেলার পর্দা উঠল  
সরকারকে উদ্দেশ্য করে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বললেন ‘রাষ্ট্র চলছে না’
ফরিদপুরে মন্দিরে সরস্বতীপ্রতিমা ভাঙার অভিযোগে গ্রেপ্তার যুবক
সেন্টমার্টিন দ্বীপকে বাঁচাতে ভ্রমণ বন্ধ রাখা হয়েছে: পরিবেশ উপদেষ্টা
যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতার মৃত্যু, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া
লাইভ শোতে নারী ভক্তকে জাপটে ধরে চুমু, বিতর্কে ভারতীয় গায়ক
১২ জন নিয়ে খেলেছে ভারত, ম্যাচ রেফারির ব্যাখ্যা চান বাটলার
বিশ্ববিদ্যালয়ের দাবিতে চতুর্থদিনের অনশন, বিকালে তিতুমীর শিক্ষার্থীদের অবরোধের হুমকি
আলাউদ্দিন নাসিমের গুলশানের বাড়ি গোপন, দুদকের তদন্ত শুরু
আ.লীগ সমর্থকদের কাছে ‘আলোচিত মাফলারটি’ বিক্রির ঘোষণা দিলেন প্রেসসচিব
পবিত্র রমজানের সেহরি-ইফতারের সময়সূচি প্রকাশ
বিএনপির জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত
রাজধানীতে তিন বছরের মেয়েকে হত্যা, মা আটক
রংপুরে ঘন কুয়াশায় ৬ গাড়ির সংঘর্ষ, আহত ২৫
ক্রিকেটার এনামুল হক বিজয়ের দেশত‍্যাগে নিষেধাজ্ঞা
গান গাইতে গাইতেই মঞ্চে লুটিয়ে পড়েন সাবিনা ইয়াসমিন
আজ একুশে বইমেলা শুরু
যুক্তরাষ্ট্রে রোগী বহনকারী বিমান বিধ্বস্ত, শিশুসহ ৬ জনের মৃত্যুর আশঙ্কা