বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫ | ১৮ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মাহির বিচ্ছেদের খবরের মধ্যেই সুখবর দিলেন সাবেক স্বামী

ফাইল ছবি

হঠাৎ করে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়ে আবারো আলোচনায়া চিত্রনায়িকা মাহিয়া মাহি। মতের অমিলের কারণে দ্বিতীয় স্বামী রকিব সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন এই নায়িকা।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুকে এক ভিডিওতে তিনি বিষয়টি জানিয়েছেন। শিগগিরই আনুষ্ঠানিকতা শেষ করবেন বলে জানান।

এদিন রাত সাড়ে ১১টার দিকে প্রকাশিত ৮ মিনিটের ভিডিও বার্তায় মাহি বলেন, অনেকদিক ধরে আমরা আলাদা থাকছি। আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে।

মাহির বিচ্ছেদের সিদ্ধান্তের খবরে নতুন করে আলোচনায় সাবেক স্বামী মাহমুদ পারভেজ অপু। মাহির বিচ্ছেদের সিদ্ধান্তের খবরটি অবগত হয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।

অপু বলেন, আমি জানতাম না কালকে রাতে সবার ফোনে খবরটি পাই। সবাই ফোন দিচ্ছে, এখন তো আমার এখানে কিছু করার নেই। তার সঙ্গে আমার কোন ধরনের কোন যোগাযোগ নেই।

মাহির সঙ্গে বিচ্ছেদের পর অপু জানিয়েছিলেন, আর কখনোই মিডিয়ার কারো সঙ্গে সম্পর্কে জড়াবেন না। এছাড়াও মিডিয়ায় আর বিয়ে করবেন না। নতুন করে জীবন নিয়ে কি ভেবেছেন অপু? প্রশ্নের উত্তরে, মাহির বিষাদের খবরের মধ্যেই অপু দিলেন সুখবর।

তিনি বলেন, নতুন করে জীবন শুরু করতে চাচ্ছি। খুব দ্রুতই বিয়ে করব। সিলেটের মেয়ে ছাড়া আর বিয়ে করব না। সম্পর্কে জড়িয়ে বিয়ের কথা তো প্রশ্নেই আসে না। পারিবারিক সিদ্ধান্তে বিয়ে করব। আমি মনে করি পারিবারিকভাবেই ভালো। পরিবার মেয়ে খুঁজছে। এখন মেয়ে যত দ্রুত পাওয়া যায়, পেলেই বিয়ে। আমিও দ্রুত শুভ কাজটি সম্পন্ন করতে চাই।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ মে জমকালো আয়োজনে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। ২০২১ সালের ২৪ মে তাদের পঞ্চম বিবাহবার্ষিকীর আগমুহূর্তে এই অভিনেত্রী জানান, একসঙ্গে আর তারা থাকছেন না। তাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছে। তারপরই তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আনেন এই অভিনেত্রী।

Header Ad
Header Ad

৪৩তম বিসিএস: বাদ পড়া ২২৭ প্রার্থীদের পুনর্বিবেচনার সুযোগ

ছবি: সংগৃহীত

৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ২২৭ জন প্রার্থী পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ পাবেন বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত বিবেচিত প্রার্থীদের পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ সবার জন্য উন্মুক্ত।

গত বছরের জানুয়ারিতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২,১৬৩ জন প্রার্থীর নিয়োগের সুপারিশ করেছিল। তবে, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও জেলা প্রশাসকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫ অক্টোবর ৯৯ জনকে এবং স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকায় আরও ৪০ জনকে বাদ দিয়ে ২,০৬৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। পরবর্তীতে এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিবেদনে বিরূপ মন্তব্যের ভিত্তিতে আরও ২২৭ জন প্রার্থীকে সাময়িকভাবে বাদ দেওয়া হয়।

এই বাদ পড়া প্রার্থীরা বুধবার সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে তাদের পুনর্বিবেচনার দাবি জানান। অনেক প্রার্থী তাদের কষ্টের কথা তুলে ধরে বলেন, পিএসসির সুপারিশ পাওয়ার পরও তাদের বাদ দেওয়া হয়েছে, যা বড় ধরনের হতাশা। তারা দ্রুত তাদের প্রজ্ঞাপনে অন্তর্ভুক্তির দাবি জানান।

জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে, বাদ পড়াদের বিষয়টি পুনরায় গভীরভাবে যাচাই-বাছাই করা হবে। একই সঙ্গে সবার আবেদন গুরুত্বসহকারে পর্যালোচনা করে ন্যায্য সিদ্ধান্ত নেওয়া হবে।

Header Ad
Header Ad

জানুয়ারিতে বোতলজাত এলপিজি’র দাম অপরিবর্তিত, অটো গ্যাসের দাম সামান্য কম

ছবি: সংগৃহীত

চলতি জানুয়ারি মাসে বোতলজাত এলপিজি’র দাম অপরিবর্তিত রেখে ১২ কেজির সিলিন্ডারের জন্য ভোক্তা পর্যায়ে দাম ১,৪৫৫ টাকাই রাখা হয়েছে। অন্যদিকে, অটো গ্যাসের দাম লিটারে ৩ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নতুন দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ।

২০২৪ সালে চারবার এলপিজি ও অটো গ্যাসের দাম কমানো হলেও সাতবার বাড়ানো হয়। গত নভেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম এক টাকা কমানো হয়েছিল। তবে ডিসেম্বরে বোতলজাত এলপিজি ও অটো গ্যাসের দাম অপরিবর্তিত ছিল।

নতুন এ দামে ভোক্তারা জানুয়ারি মাসেও পূর্ববর্তী মূল্যে এলপিজি ব্যবহার করতে পারবেন। অন্যদিকে, অটো গ্যাসের সামান্য মূল্যহ্রাস পরিবহন খাতে কিছুটা সাশ্রয় আনবে বলে আশা করা হচ্ছে।

Header Ad
Header Ad

বছরের শুরুতেই বিয়ে করলেন গায়ক আরমান মালিক

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিক। নতুন বছরের শুরুতেই আজ (২ জানুয়ারি) সকালে নিজের বিয়ের ছবি শেয়ার করে সকলকে অবাক করলেন জনপ্রিয় গায়ক আরমান মালিক। দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সেরে নিলেন তিনি। বর এবং কনে দু'জনেই প্যাস্টেল শেডের পোশাকে টুইনিং করে বিয়ের মঞ্চে হাজির হন বিয়েতে।

আশনাকে দেখা গেল কমলা লেহেঙ্গায়, আর আরমান বেছে নিয়েছিলেন প্যাস্টেল অরেঞ্জ শেরওয়ানি। বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে আরমান ক্যাপশনে লিখেছেন, 'তু হি মেরা ঘর।'

গায়কের স্ত্রী আশনা শ্রফ একজন স্বনামধন্য ফ্যাশন এবং বিউটি ভ্লগার, পাশাপাশি তিনি ইউটিউবারও। ২০২৩ সালে তিনি কসমোপলিটান লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার অফ দ্য ইয়ার খেতাব পান।

 

ছবি: সংগৃহীত

আরমান এবং আশনা ২০২৩ সালের আগস্ট মাসে বাগদান করেন। সেদিন আরমান পরেছিলেন বেইজ রঙের প্যান্টস্যুট, আর আশনার পরনে ছিল সাদা ফ্লোরাল প্রিন্টের শর্ট ড্রেস।

প্রেমিকাকে হাঁটু মুড়ে বসে একেবারে চলচ্চিত্রের কায়দায় আংটি পরান আরমান। সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছিলেন, 'আমাদের চিরদিন একসঙ্গে থাকার সফর এখন থেকেই শুরু।'

উল্লেখ্য, আরমান মালিক একাধারে সংগীত পরিচালক, গীতিকার, ভয়েস আর্টিস্ট, প্রযোজকও। বলিউডের অনেক সিনেমার গানে প্লেব্যাক করেছেন তিনি। হিন্দি ভাষার পাশাপাশি ইংরেজি, বাংলা, মারাঠি, তামিল, কন্নড়, পাঞ্জাবি, উর্দুসহ আরও বেশ কটি ভাষার গান গেয়েছেন আরমান।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

৪৩তম বিসিএস: বাদ পড়া ২২৭ প্রার্থীদের পুনর্বিবেচনার সুযোগ
জানুয়ারিতে বোতলজাত এলপিজি’র দাম অপরিবর্তিত, অটো গ্যাসের দাম সামান্য কম
বছরের শুরুতেই বিয়ে করলেন গায়ক আরমান মালিক
টানা দুই ম্যাচে পরাজয়ের স্বাদ পেল ঢাকা, রাজশাহীর প্রথম জয়
গোয়েন্দা সংস্থার সুপারিশে ৪৩তম বিসিএসে ২২৭ জন বাদ
ভারতে তুলনামূলক হারে কমেছে বাংলাদেশী পর্যটক
ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে নিত্যপণ্যে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
কেন খাবেন সারা রাত ভেজানো কিশমিশ-পানি
বছরের শুরুতেই উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, নারীসহ আহত ১৫!
বিপিএলে এক ম্যাচেই ৭ উইকেট নিয়ে তাসকিনের রেকর্ড
সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক
ম্যাজিস্ট্রেট সেজে নারী চিকিৎসকের সঙ্গে ডিম ব্যবসায়ীর মধুর প্রেম, অতঃপর...
‘ডাক’ মেরে নতুন বছর শুরু লিটন দাসের
আজ চুপচাপ থাকা মানুষদের দিন: বিশ্ব অন্তর্মুখী দিবস
অবশেষে বাংলাদেশিদের জন্য চালু হলো থাইল্যান্ডের ই-ভিসা
পল্লী বিদ্যুৎ সমিতিতে একাধিক পদে চাকরির সুযোগ, চলছে আবেদন
রাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের তালা, ক্যাম্পাসে উত্তেজনা!
পবিত্র শবে মেরাজ ২৭ জানুয়ারি
মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর-টিকিট বুথে আগুন!
ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানী, জানুয়ারিতেই তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা