ভিসির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি: শিক্ষামন্ত্রী
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
ফাইল ফটো
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের (ভিসি) অপসারণের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বিশ্ববিদ্যালয়টির আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গণমাধ্যমকে এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা তাদের কথা বুঝতে চেষ্টা করেছি। তাদের যে দাবিগুলো আছে শিক্ষার মান, আবাসনের মান কীভাবে উন্নত করা যায়, সে সংক্রান্ত তারা নিজেরাই চিন্তা করে বেশ কিছু প্রস্তাব দাঁড় করিয়েছে। আমরাই বলেছিলাম, তাদের ঠিক করতে। আমরা যে প্রস্তাবগুলো দেখলাম, তার মধ্যে বেশ কিছু ইতোমধ্যে পূরণ করা হয়ে গেছে। আরও যেগুলো আছে প্রায় সবগুলোই আমরা আশা করি পূরণ করতে পারবো। সে উদ্যোগ আমরা নেব।
তিনি বলেন, শিক্ষার্থীদের একটি দাবি ছিল উপাচার্যকে অপসারণ। সে নিয়ে আলোচনা হয়েছে। তাদের যে বক্তব্য এবং কেন তারা এটি চায়, আমরা মনোযোগের সঙ্গে তাদের বক্তব্য শুনেছি। আমরা বিশ্ববিদ্যালয়টির আচার্য ও রাষ্ট্রপতিকে বিষয়টি জানাবো, বাকি সিদ্ধান্ত তিনিই নেবেন।
এর আগে শুক্রবার বিকাল সোয়া ৩টার দিকে সিলেট সার্কিট হাউসে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থীর সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠকে শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুবিভাগের সেক্রেটারিসহ তিন কর্মকর্তা।
শিক্ষার্থীদের প্রতিনিধি দলে ছিলেন- মুহাইমিনুল বাশার রাজ, ইয়াসির সরকার, নাফিসা আনজুম, সাব্বির আহমেদ, আশিক হোসাইন মারুফ, সাবরিনা শাহরিন রশীদ, সুদীপ্ত ভাস্কর, শাহরিয়ার আবেদীন, আমেনা বেগম, মীর রানা ও জাহিদুল ইসলাম অপূর্ব।
শাবিপ্রবির শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী
আরএ/
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)