করোনা সংক্রমণ বাড়লে ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর
ফাইল ছবি
করোনা সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান আবারও বন্ধের ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাজধানীতে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী।
দীপুমনি বলেন, দেশে কোভিড-১৯ পরিস্থিতির অবনতি হলে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে তিনি বলেন, এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। কেউ এ নিয়ে গুজব ছড়ালে শাস্তি পেতে হবে তাকে।
মহামারির কারণে আট মাস বিরতির পর আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। ভাইরাস সুরক্ষা নির্দেশিকা বজায় রেখে শুরু হয়েছে এ পরীক্ষা।
হামারি করোনায় পরীক্ষার আসন বিন্যাস ও প্রশ্নপত্রেও এসেছে পরিবর্তন। ইংরেজি ‘জেড’ বর্ণের আকারে একটি বেঞ্চে বসবে একজন পরীক্ষার্থী। পরীক্ষার সময় দেড় ঘণ্টা।
এবার সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা অংশ নিয়েছেন ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। তাদের মধ্যে ছাত্র ৫ লাখ ৬৩ হাজার ১১৩ এবং ছাত্রী ৫ লাখ ৭৪ হাজার ৯০৪ জন। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দিচ্ছেন ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন। তাদের মধ্যে ছাত্র ৬১ হাজার ৭৩৮ এবং ছাত্রী ৫১ হাজার ৪০৬ জন। এইচএসসি (বিএম/ভোকেশনাল) পরীক্ষা দিচ্ছেন ১ লাখ ৪৮ হাজার ৫২৯ জন। তাদের মধ্যে ছাত্র ১ লাখ ৪ হাজার ৮২৭ এবং ছাত্রী ৪৩ হাজার ৬৪২ জন।