গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয় যুক্ত
১৭তম শিক্ষক নিবন্ধনের সংশোধিত সিলেবাস প্রকাশ
গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয় যুক্ত করে ১৭তম শিক্ষক নিবন্ধনের সংশোধিত সিলেবাস প্রকাশ করা হয়েছে। স্কুল পর্যায়, স্কুল পর্যায়-২ এবং কলেজ পর্যায়ের জন্য তিনটি আলাদা সিলেবাস প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরের পর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে এই সিলেবাস প্রকাশ করা হয়।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন এমপিও নীতিমালায় আগে স্কুল ও দাখিল মাদরাসার সহকারী গ্রন্থাগারিক এবং কলেজ ও আলিম মাদরাসার গ্রন্থাগারিক পদটিকে শিক্ষক পদ হিসেবে অন্তর্ভুক্ত করেছে সরকার। এ পদ দুটির নামকরণ করা হয়েছে তথ্য ও গ্রন্থাগারবিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক ও গ্রন্থাগারবিজ্ঞান প্রভাষক। এন্ট্রি লেভেলের নতুন এ শিক্ষক পদ দুটির নিয়োগে নিবন্ধন প্রক্রিয়া বাধ্যতামূলক করে তা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে এনটিআরসিএ-কে। সংশোধিত সিলেবাস অনুসারে দুইপদে নিবন্ধনের জন্য প্রার্থীদের কাছ থেকে আবেদন নেবে এনটিআরসিএ।
২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ। এতে প্রায় ১২ লাখ প্রার্থী আবেদন করে। ওই বছরের ১৫মে প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। কিন্তু করোনার কারণে তখন পরীক্ষা স্থগিত করা হয়।
এপি/