বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ | ৪ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

এখনো বেশি দামেই চিনি বিক্রি

সরকার খোলা চিনির দাম কেজিতে ৩ টাকা কমিয়ে ১০৪ টাকা কেজি বিক্রির ঘোষণা দিয়েছে। যা ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা। কিন্তু বাজারে তার কোনো অস্ত্বিত নেই। খুচরা ব্যবসায়ীরা বলছেন, চিনি নেই। অনেকে বলছেন, কম দামে এখনো কোনো চিনি পাইনি। তাই আগের মতোই বেশি দামে ১১৫ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। তবে রমজাস মাস শেষের দিকে আসায় লেবু ও শসা কম দামে বিক্রি করা হচ্ছে। এ ছাড়া ডিমও আগের মতো ১২০-১২৫ টাকা ডজন বিক্রি হচ্ছে।

শনিবার (৮ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজার, টাউনহল ঘুরে সংশ্লিষ্ট খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে।

আগের মতোই বেশি দামে মুরগি বিক্রি
কারওয়ান বাজারের ঢাকা ব্রয়লার, নুরজাহান ব্রয়লার হাউজের নবীসহ অন্যান্য ব্যবসায়ীরা জানান, আগের চেয়ে একটু দাম বেড়েছে। তাই বর্তমানে ব্রয়লার ২০০ থেকে ২২০ ও পাকিস্তানি মুরগি ৩২০ থেকে ৩৫০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। এর চেয়ে আরও নাও কমতে পারে। কমলে কম দামে বিক্রি করা হবে। অপরদিকে টাউনহলের ভিআইপিসহ অন্য খুচরা মুরগি ব্যবসায়ীরা বলেন, ব্রয়লার ২০০ থেকে ২১০ টাকা ও পাকিস্তানি ৩২০ থেকে ৩৫০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। দাম বেড়ে গেছে। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

তবে মুরগির দাম বৃদ্ধি পেলেও গরুর মাংস আগের মতোই ৭০০ থেকে ৭৫০ টাকা, খাসির মাংসও ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে বলে জানান মাংস বিক্রেতারা। এদিকে আগের সপ্তাহে মতো ডিম ১২০-১২৫ টাকা ডজন বিক্রি করা হচ্ছে বলে জানান বিক্রেতারা। তবে এলাকাভেদে এই দাম কম-বেশি হচ্ছে।

মুরগির দাম বাড়লেও কারওয়ান বাজার ও টাউনহলে আগের মতোই রুই, কাতলা, ইলিশ বিক্রি হচ্ছে। মাছ বিক্রেতারা জানান, রুই, কাতলা ২৫০-৪৫০ টাকা কেজি। তবে বড় মাছ আরও বেশি দামে বিক্রি করা হচ্ছে। চিংড়ি ৫০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি, টেংরা, বোয়াল, আইড় ৫০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৩০০-৩৫০ টাকা, শিং ৪০০-৬০০, কাজলি ও বাতাসি ৬০০ টাকা, পাঙ্গাস ও তেলাপিয়া ১৫০ থেকে ২০০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। এ ছাড়া, আকারভেদে ইলিশ বিক্রি করা হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে। হাফ কেজির ইলিশ ৬০০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে।

এখনো বেশি দামে চিনি বিক্রি
টাইনহলের নিউ হক ভ্যারাইটি স্টোর, মনির স্টোর এবং কারওয়ান বাজারের লক্ষীপুর স্টোর, আ. গনি স্টোরসহ অন্যান্য খুচরা ব্যবসায়ীরা ঢাকাপ্রকাশ-কে বলেন, শুধু শুনছি চিনির দাম কমেছে কিন্তু আমরা তো পাচ্ছি না। তাই বিক্রিও করতে পারছি না। আবার কোথাও পাওয়া গেলেও ১১৫ টাকার কম বিক্রি করা যাচ্ছে না।

তবে সয়াবিন তেল ১ লিটার ১৮৫ থেকে ১৮৭ টাকা, ২ লিটার ৩৭০ থেকে ৩৮০ টাকা ও ৫ লিটার ৮৭০ থেকে ৯০৫ টাকা, মসুর ডাল ৯৫ থেকে ১৩৫ টাকা কেজি, প্যাকেট আটা ২ কেজি ১৩০ টাকা ও খোলা আটার কেজি ৬০ টাকা, ময়দা ১৫০ টাকা, ছোলা ৮৫ থেকে ৯০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে।

পেঁয়াজের দাম কমের দিকে। প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকা, দেশি রসুন ১০০ টাকা, চায়না রসুন ২৪০ টাকা কেজি, দেশি আদা ১১০-১৪০ টাকা ও বিদেশি আদা ২৪০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে।

দেশে পর্যাপ্ত সরবরাহ থাকলেও কমছে না চালের দাম। আগের মতোই মোটা স্বর্ণা চাল ৪৪ থেকে ৫০ টাকা, ২৮ ও পাইজাম ৫৬ থেকে ৬০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। তবে বিভিন্ন কোম্পানির বস্তার মিনিকেট চালের কেজি ৭২ টাকা থেকে ৭৫ টাকা কেজি বিক্রি করছে খুচরা ব্যবসায়ীরা।

কমের দিকে লেবু, বেগুণ, শসার দাম
রমজানের প্রথমে লেবুর হালি ৭০ থেকে ১০০ টাকা হালি বিক্রি হলেও বর্তমানে অনেক কম দামে বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারের স্বপন বলেন, বড় লেবুর ডজন ৫০ থেকে টাকা ও ছোটগুলো ৩০ থেকে টাকা ডজন বিক্রি করা হচ্ছে। যা আগে অনেক বেশি দামে বিক্রি করা হতো। কারওয়ান বাজারেও কম দামে লেবু বিক্রি হচ্ছে বলে ব্যবসায়ীরা জানান। রমজানের প্রথমে শসার কেজি ৬০ থেকে ৮০ টাকা কেজি বিক্রি করা হলেও বর্তমানে কমে ৪০ থেকে ৫০ টাকা কেজি বিক্রি করছে খুচরা ব্যবসায়ীরা।

এদিকে রমজানে বাজারে চাহিদা কম থাকায় সবজির দামও কিছুটা কমেছে। বেগুন আগে বেশি দামে বিক্রি হলেও বর্তমানে ৬০ থেকে ৭০ টাকা কেজি, পটল ও ঢেঁড়স ৬০ থেকে ৭০ টাকা, টমেটো ৩০ থেকে ৪০ টাকা, আলু ২৫-৩০ টাকা, প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি ২০-৪০ টাকা, লাউ ৬০ থেকে ৮০ টাকা, শিমের কেজি ৩৫-৫০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৩০ টাকা, মূলা ও পেঁপের কেজি ২০-৩০ টাকা, গাঁজর ৩০-৪০ টাকা বিক্রি করছে ব্যবসায়ীরা। তবে সজনার দাম কমে ১০০ থেকে ১৩০ টাকা কেজি, লাল ও পালং শাকের আঁটি ১০ টাকা, কাঁচা মরিচ ৭০ থেকে ৮০ টাকা ও ধনিয়ার পাতা ১০ থেকে ১৫ টাকা আটি বিক্রি হচ্ছে।

জেডএ/এএস

Header Ad
Header Ad

ফোনের চার্জ দ্রুত শেষ? জেনে নিন ১০টি কার্যকর সমাধান

প্রতীকী ছবি

স্মার্টফোন ছাড়া এক মুহূর্তও যেন চলে না। কিন্তু যতই নতুন ফিচার আর শক্তিশালী হার্ডওয়্যার যুক্ত হোক না কেন, একটা সমস্যায় সবাই ভোগেন ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাওয়া। এই সমস্যা থেকে মুক্তি পেতে খুব জটিল কিছু করতে হবে না। কিছু সহজ অভ্যাস বদলালেই আপনার ফোনের চার্জ থাকবে আরও অনেক বেশি সময়।

দেখে নিন কোন কোন টিপসগুলো মেনে চললে ফোনের চার্জ দীর্ঘস্থায়ী হবে-

১. স্ক্রিনের উজ্জ্বলতা কমান
স্ক্রিন হলো ব্যাটারি খরচের প্রধান উৎস। অটো ব্রাইটনেস চালু করুন বা নিজে থেকেই উজ্জ্বলতা কমিয়ে ব্যবহার করুন।

২. অপ্রয়োজনীয় অ্যাপ ও ফিচার বন্ধ রাখুন
ব্যাকগ্রাউন্ডে চালু থাকা অ্যাপ বা ব্লুটুথ, ওয়াই-ফাই, মোবাইল ডাটা ও লোকেশন—সবই ব্যাটারি টানে। দরকার না হলে এগুলো বন্ধ রাখুন।

৩. ব্যাটারি সেভার মোড ব্যবহার করুন
আপনার ফোনে থাকা ব্যাটারি সেভার অপশনটি চালু রাখলে চার্জ অনেকটা সময় টিকবে।

৪. অটো-আপডেট বন্ধ রাখুন
অ্যাপ অটো-আপডেট ব্যাকগ্রাউন্ডে ডেটা খরচ করে, সঙ্গে ব্যাটারিও। প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে এই ফিচারটি বন্ধ করে দিন।

৫. লাইভ ওয়ালপেপার ব্যবহার না করাই ভালো
চলন্ত ওয়ালপেপার বা অ্যানিমেশন ফোনের প্রসেসরে বাড়তি চাপ ফেলে এবং ব্যাটারি খরচ বাড়িয়ে দেয়।

৬. অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন
প্রতিটি নোটিফিকেশন ফোনের স্ক্রিন অন করে এবং ব্যাটারি টানে। যেসব অ্যাপের নোটিফিকেশন দরকার নেই, সেগুলো বন্ধ করে দিন।

৭. অপটিমাইজড চার্জিং চালু করুন
নতুন অনেক ফোনে এই ফিচারটি আছে, যা ব্যাটারিকে অতিরিক্ত চার্জ হওয়া থেকে রক্ষা করে ও ব্যাটারির আয়ু বাড়ায়।

৮. ভালো মানের চার্জার ব্যবহার করুন
নকল চার্জার ব্যাটারির ক্ষতি করে। তাই সবসময় ব্র্যান্ডেড ও অরিজিনাল চার্জার ব্যবহার করুন।

৯. নিয়মিত সফটওয়্যার আপডেট করুন
আপডেটের মাধ্যমে ফোনের পারফরম্যান্স ও ব্যাটারি ব্যবস্থাপনা ভালো হয়। তাই নতুন আপডেট এলে ইনস্টল করে ফেলুন।

১০. অপ্রয়োজনীয় উইজেট বাদ দিন
হোম স্ক্রিনে অনেক বেশি উইজেট ব্যাটারি খরচ বাড়ায়। শুধু দরকারি উইজেটগুলো রাখুন।

Header Ad
Header Ad

সংস্কারের নাম উচ্চারণের আগেই খালেদা জিয়া ভিশন ২০৩০ দিয়েছেন: বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বিএনপি স্পষ্ট করেছে, তারা সংস্কারের বিরুদ্ধে নয়, বরং নিজেরাই সংস্কারের ধারক। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, "সংস্কারের দন্তস্য উচ্চারণের আগেই দেশনেত্রী খালেদা জিয়া দিয়েছেন ভিশন ২০৩০।"

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির আলোচনা শুরু হয়।

আলোচনার সূচনায় নজরুল ইসলাম খান বলেন, “বিএনপি কোনো সংস্কারের বিরুদ্ধে নয়, বিএনপিই প্রকৃত সংস্কারের দল। তবে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জনগণ। জনগণের সম্মতিতেই যেন সবকিছু হয়।”

গণতন্ত্রের জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস তুলে ধরে তিনি আরও বলেন, আমাদের সামনে আরেকবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে, আমরা তা কাজে লাগাতে চাই। সেই প্রত্যাশা নিয়েই আমরা এ কমিশন ও সরকারকে সহযোগিতা করছি।

যদি ঐকমত্য কমিশনের কোনো সনদ নাও হয়, বিএনপির জন্য সংস্কারের সনদ রয়েছে বলে জানান বিএনপির এ নেতা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, সবকিছুর মূলে জনগণ এবং জনগণের সম্মতিতে যেন সব হয়। আর জনগণ কার মাধ্যমে সম্মতি জানায়, তা আমরা জানি।

আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, সাবেক সংস্থাপন সচিব মনিরুজ্জামান খান অংশ নেন।

দিনব্যাপী এ আলোচনা চলতে পারে বলে ঐক্য কমিশন সূত্রে জানা গেছে। আলোচনা শেষ না হলে প্রয়োজনে আগামী সপ্তাহে আবারও বিএনপির সঙ্গে আলোচনায় বসবে কমিশন।

আলোচনার শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সনদ তৈরি করা, যাতে বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি।

সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন গত ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে। প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান, জনপ্রশাসন, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চায় ঐকমত্য কমিশন।

সুপারিশগুলো স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। গত ১৩ মার্চের মধ্যে দলগুলোকে মতামত দিতে বলা হয়েছিল। মতামতের ভিত্তিতে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা শুরু করেছে ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে একটি জাতীয় সনদ তৈরি করবে ঐকমত্য কমিশন আর এর ভিত্তিতেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন।

Header Ad
Header Ad

১ মে থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা, ১০ দফা দাবি পোল্ট্রি খামারিদের

ছবি: সংগৃহীত

সারা দেশে আগামী ১ মে থেকে ডিম ও মুরগি উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মো. সুমন হাওলাদার এ সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান।

বিবৃতিতে তিনি বলেন, দেশের প্রান্তিক পোল্ট্রি খামারিরা ভয়াবহ লোকসানের মুখে পড়েছেন। শুধু গত দুই মাসেই ডিম ও মুরগি উৎপাদনে তাদের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ২৬০ কোটি টাকা। অথচ সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় একটি সিন্ডিকেট ও কিছু কর্পোরেট কোম্পানি পুরো পোল্ট্রি শিল্প দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

সুমন হাওলাদার অভিযোগ করেন, কর্পোরেট কোম্পানিগুলো কৃত্রিম সংকট সৃষ্টি করে ডিম, মুরগি, বাচ্চা ও খাদ্যের বাজার নিয়ন্ত্রণ করছে। ফলে প্রান্তিক খামারিদের ঠেলে দেওয়া হচ্ছে ‘কন্ট্রাক্ট ফার্মিং’-এর দাসত্বে। তিনি আরও বলেন, “আমরা কর্পোরেট দাসত্ব মানব না। যতদিন না সরকার সিন্ডিকেট ভাঙতে কার্যকর পদক্ষেপ নেয়, ততদিন খামার বন্ধ কর্মসূচি চলবে।”

এ পরিস্থিতিতে সংগঠনটি ১০ দফা দাবি উত্থাপন করেছে, যার মধ্যে রয়েছে:

১. পোল্ট্রি পণ্যের জন্য জাতীয় মূল্যনিয়ন্ত্রণ নীতিমালা ও নির্ধারণ কমিটি গঠন।
২. কন্ট্রাক্ট ফার্মিং নিষিদ্ধে কঠোর আইন প্রণয়ন।
৩. পোল্ট্রি বাজার রেগুলেটরি অথরিটি গঠন।
৪. ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য সরকারি পুনর্বাসন প্যাকেজ।
৫. খামারিদের রেজিস্ট্রেশন ও আইডি কার্ড প্রদান।
৬. কর্পোরেট কোম্পানিগুলোকে শুধুমাত্র কাঁচামাল উৎপাদনে সীমাবদ্ধ রাখা।
৭. কন্ট্রাক্ট ফার্মিং ও কোম্পানির খামার নিষিদ্ধ করা।
৮. কেজি ভিত্তিক ডিম ও মুরগি বিক্রির নীতিমালা প্রণয়ন।
৯. ডিম-মুরগির রপ্তানির সুযোগ বৃদ্ধি।
১০. পূর্ণাঙ্গ ‘পোল্ট্রি উন্নয়ন বোর্ড’ গঠন।

সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, তাদের দাবি না মানলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবে তারা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ফোনের চার্জ দ্রুত শেষ? জেনে নিন ১০টি কার্যকর সমাধান
সংস্কারের নাম উচ্চারণের আগেই খালেদা জিয়া ভিশন ২০৩০ দিয়েছেন: বিএনপি
১ মে থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা, ১০ দফা দাবি পোল্ট্রি খামারিদের
গাজায় এক মাসে গৃহহীন প্রায় ৫ লাখ মানুষ: জাতিসংঘ
বাংলাদেশি জন্মসনদ পাচ্ছেন কানাডিয়ান তারকা সামিত সোম, মাঠে অভিষেক জুনে!
পুলিশ পরিদর্শক হত্যা মামলায় আলোচিত আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন
সাকিবের নির্বাচন কভারের ছবি ভাইরাল, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব
ঋণ পরিশোধে সময় দিল রাশিয়া, ১৬ কোটি ডলার জরিমানা মওকুফ
হার্ভার্ড একটি তামাশার জায়গা, এটি ঘৃণা ও মূর্খতা শেখায়: ট্রাম্প
ঢাকা মহানগর আ.লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেপ্তার
টাঙ্গাইলে ধানক্ষেতে মিললো প্রবাসীর স্ত্রীর মরদেহ
রিয়াল মাদ্রিদকে হারিয়ে ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে আর্সেনাল
প্রতারণার মামলায় মডেল মেঘনা আলম গ্রেপ্তার
আমি বাংলাদেশি না, আমাকে বাংলাদেশি বলবেন না : টিউলিপ সিদ্দিক
‘মিশন কমপ্লিট’ স্ট্যাটাস দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ছয়জন পুলিশ হেফাজতে
টেকনাফ স্থলবন্দরে তিন মাস ধরে ইয়াঙ্গুন থেকে পণ্য আমদানি বন্ধ
খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ ৬ জন অপহরণের অভিযোগ
খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশে বেনাপোল দিয়ে ভারতীয় চাল আমদানি বন্ধ
টাঙ্গাইলে পহেলা বৈশাখের দিন ধর্ষণের শিকার স্কুলছাত্রী, অভিযুক্ত প্রেমিক কারাগারে
ভারতের মন্দিরে গোপনে তরুণীর ছবি তুলে তোপের মুখে মধ্যবয়সী ব্যক্তি