সব শিল্পকে নিরাপদ করতে বদ্ধপরিকর এফবিসিসিআই
দেশের সব শিল্পের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর এফবিসিসিআই। সোমবার (৩১ অক্টোবর) এফবিসিসিআই সেফটি কাউন্সিল আয়োজিত ‘ট্রেইনিং অব ট্রেইনার্স- ফায়ার সেফটি, রেসকিউ অ্যান্ড ফার্স্ট এইড’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।
মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, দেশের শিল্পে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইইএলও’র সহযোগিতায় খাত ও চেম্বার ভিত্তিক নিরাপত্তা প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে এফবিসিসিআই। এসময় মালিকদের প্রতিশ্রুতিবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করতে হবে।
আইএলও’র কর্মক্ষেত্র নিরাপত্তা বিশেষজ্ঞ মরিস এল ব্রুকস বলেন, এফবিসিসিআই’র সহযোগিতায় বাংলাদেশে নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলা সহজ হবে। বিনিয়োগ ছোট বা বড় হোক, সব শিল্প কারখানায় নিরাপত্তা জরুরি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সেফটি কাউন্সিলের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শহিদুল্লাহ, ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি, ডিজেস্টার অ্যান্ড এক্সপ্লোশন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নিয়াজ আলি চিশতীসহ অন্যরা।
জেডএ/এসজি