বছর শেষে সোনার দামে রেকর্ড
ছবি সংগৃহীত
চলতি বছর দেশের বাজারে ২৯ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি -বাজুস। দফায় দফায় দাম বেড়েছে সোনার; সে তুলনায় কমেছে সামান্য। জানা গেছে, ২০২৩ সালে সোনার দাম বেড়েছে ১৮ বার। অপরদিকে কমানো হয়েছে ১১ বার।
এ বছরই দেশে প্রথমবারের মতো সোনার দাম ভরিপ্রতি লাখ টাকা ছাড়িয়েছে। দাম বাড়ায় এ বছর নতুন নতুন রেকর্ড হয়েছে, বছর শেষেও দেশের ইতিহাসে সোনার এখন সর্বোচ্চ দাম বিদ্যমান।
ব্যবসায়ীরা বলছেন, চলতি বছর বিভিন্ন ভূরাজনৈতিক কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কয়েক দফায় বেড়েছে। এ ছাড়াও ডলারের বিনিময় হার বৃদ্ধি ও মূল্যস্ফীতির মতো কারণগুলো স্থানীয় বাজারে সোনার মূল্যবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। যার ফলে দেশের বাজারেও সোনার দাম এবার রেকর্ড ছুঁয়েছে।
এদিকে দফায় দফায় সোনার দাম বাড়তে থাকার কারণে সাধারণ ক্রেতাদের মধ্যে যারা অলংকার কেনার কথা ভাবছিলেন, তাদের দুশ্চিন্তা কেবলই বাড়ছে। সোনার অলংকার দিন দিন তাদের ক্রয়ক্ষমতার নাগালের বাইরে চলে যাচ্ছে। জুয়েলারি ব্যবসায়ীরাও জানিয়েছেন, সোনার গয়না বিক্রি কমেছে।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে গত জানুয়ারিতে ভালো মানের, অর্থাৎ হলমার্ক করা ২২ ক্যারেটের ১ ভরি সোনার দাম ছিল ৮৮ হাজার ৪১৩ টাকা। কয়েক দফা দাম বাড়ার পর গত ২১ জুলাই দেশের বাজারে প্রথমবারের মতো প্রতি ভরি সোনার দাম লাখ টাকা ছাড়িয়ে যায়। আর সর্বশেষ গত ২৪ ডিসেম্বর সোনার দাম বেড়ে ১ লাখ ১১ হাজার ৪১ টাকায় পৌঁছায়, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ।