বীমা শিল্পে পরিবর্তনের অঙ্গীকার সোনালী লাইফ এর
অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সর্বময় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে গ্রাহকদের কাঙ্খিত সেবা দানের মাধ্যমে জীবন বীমা শিল্পে বৈপ্লবিক পরিবর্তন সাধনের অঙ্গীকার ব্যক্ত করেছে দেশের নতুন প্রজন্মের জীবন বীমা প্রতিষ্ঠান ‘সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি’।
জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে এক র্যালিতে এ অঙ্গীকার বাক্ত করেন সোনালী লাইফ ইন্সুরান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর রাশেদ বিন আমান।
আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ, এ প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় বীমা দিবস-২০২৩। যার অংশ হিসেবে সোনালী লাইফ এ র্যালির আয়োজন করে।
তিনি বলেন, বর্তমান সরকার বীমা খাতে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। ১লা মার্চ জাতীয় বীমা দিবস ঘোষণা করেছে। এই উদযাপন বীমা শিল্প সম্পর্কে মানুষের মনে ইতিবাচক ধারণা সৃষ্টি করতে একটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।
দেশে প্রায় ১ কোটি মানুষ বীমা সঙ্গে সম্পৃক্ত এবং কর্মসংস্থান হয়েছে কয়েক লাখ মানুষের। এই সাফল্যে বড় অবদান রেখেছে এ খাতের নতুন নতুন সব জনবান্ধব ও কল্যাণমুখী বীমা।
মীর রাশেদ বিন আমান আরও বলেন, আসন্ন বাজেটে আমরা বীমা বিষয়ক ভালো কিছু সিদ্ধান্ত প্রত্যাশা করছি। কারণ বাজেটে বীমা শিল্প কর্মসংস্থান বৃদ্ধি এবং ট্যাক্স সংক্রান্ত বিষয়ে এই সেক্টরে অনেক কিছু করা যেতে পারে।
জেডএ/এএস