শিশুদের ভালোবাসতে হবে সবসময়
ভালোবাসুন ও কাছে থাকুন
একটি ছোট্ট শিশুর সবচেয়ে বেশি ঝোঁক থাকে সে যেন ভালোবাসা ও কাছে থাকার অনুভূতি লাভ করে। এই বোধগুলো তাদের নিরাপত্তার অনুভূতি প্রদান করে। তবে বিদ্যালয় বা কর্মজীবি বাবা-মায়ের কাছ থেকে তুলনামূলকভাবে এই জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো কম লাভ করে একটি শিশু। ফলে শিশুর বিকাশের জন্য তাকে ভালোবাসুন ও তার কাছে থাকুন।
কোলে নিয়ে চারপাশে ঘুরুন
এভাবে শিশুদের যত্ন করলে তাদের ভালো লাগে ও তারা নিজেদের শক্তি ধরে রাখতে পারে। এই কাজটি যত বেশি সম্ভব করলে আপনাদের মধ্যে বাঁধন আরো শক্তিশালী হয়।
বাড়িতে শিশুবান্ধব পরিবেশ ধরে রাখুন : আপনার শিশুটি তার নিজের পরিবেশে যেন ভালো ও স্বাচ্ছন্দ্য বোধ করে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিশুবান্ধব বাসা হবে সবধরণের ঝামেলা ও সকল ধরনের সংঘাতমুক্ত। সেখানে তাদের খেলার জন্য যথেষ্ট খেলনাও থাকতে হবে। সবকিছু গোছানোও রাখতে হবে। ফলে যখন প্রয়োজন আপনি যেকোনো কিছু খুঁজে পাবেন। আর কোনোদিনও আপনার পরিবারের কারো সঙ্গে তাদের সামনে ঝগড়া করবেন না। শিশুদের সঙ্গে কখনো রুঢ় আচরণ করবেন না।
কান্নায় পাশে থাকুন
শিশু যখন কাঁদে তখন কোনো না কোনো কিছুর সঙ্গে তারা যোগাযোগ করতে চায়, সেটি পেতে চায়। আবার যখন তারা ক্লান্ত হয়ে পড়ে বা খিদে পায় তাদের তখনও তারা কাঁদে। এই সময়গুলোতে তাদের জানাতে ও বোঝাতে হবে যে আপনি তার সঙ্গে আছেন। যখন তারা কোনো শব্দের মাধ্যমে কাজগুলো করতে পারবে না তখনও তাদের এই বোধটি দিতে হবে। তাদেরকে ভালো বোধ করার অনুভূতিগুলো প্রদান করতে হবে।
ওএফএস/ডিএসএস