সাউএ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ এনজিওতে এফও নিয়োগ দেওয়া হবে
এনজিওর নাম : সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ।
কর্মএলাকা : পটুয়াখালী, বাগেরহাট, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও ঢাকা।
যে খাতে কাজ করবেন : ক্ষুদ্রঋণ বা মাইক্রো ক্রেডিট।
পদের নাম : ফিল্ড অফিসার বা এফও।
পদের সংখ্যা : অনুল্লেখ্য তবে কিছু সংখ্যায় কর্মী নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত অনার্স পাশ।
বয়স : ৩০ বছরের মধ্যে।
মাসের বেতন : ১৪ হাজার থেকে ১৫ হাজার টাকা।
অভিজ্ঞতা : নিস্প্রয়োজন।
নিয়োগের ধরণ : ৬ মাসের শিক্ষানবিশ হিসেবে প্রথমে নিয়োগ প্রদান করা হবে। এই সময় তাকে ছয় মাসের বেতনের সমান টাকা ফেরতযোগ্য জামানত হিসেবে প্রদান করতে হবে। এরপর ভালোভাবে চাকরি করলে চাকরি স্থায়ীকরণ করা হবে।
সুবিধাদি : বেতন বাদেও প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা লাভ করবেন। সেগুলোর মধ্যে বছরে বেতন বাড়বে। প্রতিষ্ঠানের নিয়মে প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, বছরে দুটি উৎসব বোনাস, মাসের মোবাইল বিল, মোটর সাইকেল ও বাই সাইকেল ঋণ লাভের সুবিধা, কর্মীদের একক আবাসন সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের রঙিন ছবিতে যুক্ত করতে হবে। সব শিক্ষাগত ও অভিজ্ঞতা থেকে থাকলে সেসবের সত্যায়িত অনুলিপি, এবং নাগরিকত্ব ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি যুক্ত করে আবেদন করতে হবে।
আবেদনের ঠিকানা : খামের ওপর পদের নাম ও মোবাইল নম্বরসহ নিজ নামে আবেদন করতে হবে সহকারী পরিচালক, মানবসম্পদ, প্রশিক্ষণ ও প্রশাসন বিভাগ, সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ, বাড়ি-৬৩, ব্লক-ক, পিসি কালচার হাউজিং সোসাইটি লিমিটেড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এই ঠিকানায়।
আবেদন করতে হবে : ডাকযোগে বা কুরিয়ার মারফতে।
প্রদান করা হবে না : নির্বাচনী পরীক্ষার জন্য কোনো টিএ বা ডিএ।
আবেদনের শেষ তারিখ : ১৭ এপ্রিল, ২০২২। সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে।
ওএস।