বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের আইনজীবি হবেন?
উচ্চতম গবেষণা প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।
ঠিকানা : বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, পরমাণু ভবন, ই-১২/এ, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭।
নিয়োগ করা হবে : আইনজীবী।
কাজ করবেন : বাংলাদেশের বিভিন্ন আদালতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে পক্ষভুক্ত করে দায়ের করা মামলা পরিচালনা ও এই প্রতিষ্ঠানের পক্ষে প্রতিদ্বদ্বিতা করতে হবে। পাশাপাশি সরকারী স্বার্থ রক্ষা করতে ঢাকার সব আদালত, হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চলমান মামলাগুলো পরিচালনা এবং পরমাণু শক্তি কমিশনের তদন্ত ও মামলা কাজে নিযুক্ত।
ধরন : আইনি প্রতিষ্ঠান ও বাংলাদেশের প্রকৃত নাগরিক।
আবেদন ফরম : http://baec.portal.gov.bd/sites/default/files/files/baec.portal.gov.bd/page/dd7b0b9a_42c9_4261_81cb_e60b00f2e0ee/2021-10-10-05-51-151baefd807c77a00f75e02c3205fbfb.pdf-GB এই ঠিকানায় আবেদন ফরম আছে।
কর্মশর্ত : ঢাকায় স্থায়ীভাবে বসবাসকারী হতে হবে।
আবেদন ফরমে থাকবে : দুই কপি পার্সপোট আকারের সত্যায়িত ছবি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, শিক্ষাগত যোগ্যতাগুলোর সত্যায়িত ফটোকপি, পেশাগত সনদ ও কর্মঅভিজ্ঞতাগুলোর সত্যায়িত ফটোকপি যুক্ত করতে হবে।
অগ্রাধিকার লাভ করবেন : সুপ্রিম কোর্টের চেম্বারধারীরা। নিজের মালিকানায় বা লিজ নিয়ে মানসম্পন্ন ব্যক্তিগত চেম্বার থাকতে হবে।
যারা আবেদন করতে পারবেন : অ্যাডভোকেট বা আইনজীবি হিসেবে অন্তত ১০ বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। তার মধ্যে হাইকোর্ট বিভাগে সাত বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মামলা পরিচালনা ও নিস্পত্তিতে এককভাবে ১৫টি এবং যৌথভাবে এর দ্বিগুণ হতে হবে।
নিজস্ব সেটআপ : অন্তত একজন সহযোগী আইনজীবি, একজন মহুরী ও একজন সহযোগী কর্মচারী থাকতে হবে।
উল্লেখ করবেন : আবেদনপত্রে কোনো প্রতিষ্ঠানে প্যানেল আইনজীবি হিসেবে কাজ করলে উল্লেখ করতে হবে। প্যানেল আইনজীবি হিসেবে নিয়োগরত অবস্থায় কোনো বেতন বা ভাতা দেওয়া হবে না।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ করবে: চুক্তিতে, দুই বছরের বেশি সময়ের জন্য। সন্তোষজনক পারফরমেন্সের ভিত্তিতে যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তে নিয়োগের মেয়াদ বাড়ানো হবে। এর মধ্যে সন্তোষজনক পারফরমেন্স পাওয়া না গেলে প্যানেল থেকে নাম বাদ দেওয়া হবে। তবে পত্র এই সময়ের মধ্যে প্রদান না করা হলে কার্যক্রম চালিয়ে যাবেন।
কাজের ধরণ : বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ করলে, এই প্রতিষ্ঠানের হয়ে মামলা পরিচালনা করলে, প্রতিদ্বদ্বিতা করার সময় দায়িত্ব পালন ও আইন বিষয়ে অন্যসব কাজে নির্ধারিত হারে আইনগত ও পেশাগত ফি প্রদান করা হবে। ফির পরিমাণ চাইলে অফিস সময়ের মধ্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রধান কাযালয়টির তদন্ত ও মামলা শাখা থেকে জানা সম্ভব হবে।
চলে যাবার শর্ত : বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কোনো আইনজীবিকে অব্যাহতি চাইলে বা তিনি নিজে থেকে চলে যেতে হলে ৯০ দিনের নোটিশ দিতে হয়। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো হস্তান্তর করতে হয়।
যেভাবে নিয়োগ করা হবে : দাখিল করা আবেদন, সব শিক্ষাগত, কর্মঅভিজ্ঞতা, মামলা সাফল্য ইত্যাদি সবকিছু বিবেচনা করে স্বর্বোচ্চ ১০ জন আবেদনকারীকে সাক্ষাৎকারে নেওয়া হবে। নির্বাচিত প্রাথীদের নিয়োগের প্রস্তাব করা হবে।
উল্লেখ : যেকোনো শর্ত প্রদান, বিয়োজন, পরিবর্ধন ও পরিবর্তনের ক্ষমতা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সংরক্ষণ করে। এই প্রতিষ্ঠান কোনো কারণ জানানো বাদে যেকোনো আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতাও রাখে। তাদের সিদ্ধান্তই নিয়োগে চূড়ান্ত বলে গণ্য হবে।
আবেদন করার শেষ সময় : ৩০ এপ্রিল, ২০২২, বিকাল ৪টা।
আবেদন করার ঠিকানা : সচিব, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, ই-১২/এ, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭।
ফোন : ৮১৮১৮০৬, ফ্যাক্স : ৮৮-০২-৮১৮১৮৪২।
ওএস।