আকিজ রিসোর্সে ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ করা হবে
পদের নাম : ম্যানেজমেন্ট ট্রেইনি (এমটি-এআরএল), আকিজ রিসোর্স লিমিটেড।
শিক্ষাগত যোগ্যতা : হিসাববিজ্ঞান, ফিনান্স, মার্কেটিং, এইচআরএম, এসসিএম, এমআইএস, ইইই, মেকানিক্যাল, আইপিই, ফুড টেকনোলজিতে যেকোনো সরকারি বা ইউজিসি অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স বা মাস্টার্স। অনার্সে ৪ এর মধ্যে অন্তত ৩.২ সিজিপিএ থাকতে হবে।
যারা আবেদন করতে পারবেন : সদ্য পাশ করা, কোনো অভিজ্ঞতা নেই এবং এক বছরের কমঅভিজ্ঞতাসম্পন্ন।
বেতন, ভাতা : মাসে ৩০ হাজার টাকা বেতন। প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, পারফরমেন্স বোনাস, ছুটির নির্ভেজাল মূল্যায়ন করে টাকা প্রদান, বার্ষিক বেতন রিভিউ, বছরে দুটি উৎসব বোনাস, দলগত জীবনবীমা, কর্মজীবনে চিকিৎসায় খরচ করা অর্থ ফেরৎদান, অফিসে আনা ও নেওয়ার যাতায়াত সুবিধা।
চাকরি করবেন : আকিজ রিসোর্সেস লিমিটেডে আকিজ হেডকোয়াটার্সে।
যেভাবে আবেদন করবেন : শনিবার ২ এপ্রিল দৈনিক প্রথম আলো পত্রিকাতে প্রদান করা আবেদন বিজ্ঞাপনের কিউআর কোড স্ক্যান করে বিস্তারিত ইংরেজি আবেদনপত্র আকিজ হাউজ, ১৯৮ বীরউত্তম মীর শওকত সড়ক, গুলশান-তেজগাঁও লিংক রোড, তেজগাও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ এই ঠিকানায় সব শিক্ষাগত ও কর্মযোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট আকারে দুই কপি পার্সপোট ছবিতে যুক্ত করে এমটি-এআরএল পদটি লিখে ইংরেজি আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৫ এপ্রিল ২০২২।
পদের সংখ্যা : অনুল্লেখ্য।
ছবি : বাংলাদেশের বরেণ্য শিল্প উদ্যোক্তা আকিজ গ্রুপের সেখ আকিজ উদ্দিন।
ওএস।