প্রাণে অ্যাসিসটেন্ট টেরিটরি ম্যানেজার নেওয়া হবে
প্রতিষ্ঠানের নাম : প্রাণ গ্রুপ
পদের নাম : অঞ্চলভিত্তিক সহকারি বিক্রয় ম্যানেজার বা অ্যাসিসটেন্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম)।
শিক্ষাগত যোগ্যতা : সরকারী ও স্বীকৃত বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাণিজ্য অনুষদের যেকোনো বিভাগ থেকে বিবিএ বা এমবিএ বিজ্ঞানের যেকোনো বিভাগ থেকে এমবিএস পাশ। মানবিক শাখার অথনীতি, ইংরেজি ও বিজ্ঞানের গণিত এবং পরিসংখ্যান বিভাগ থেকে অনার্স বা মাস্টার্স করা প্রাথীদেরও আবেদন করতে বলা হয়েছে। মাস্টার্স পরীক্ষা দিয়েছেন এই প্রাথীরাও আবেদন করতে পারবেন। তবে তাদের কারো শিক্ষা জীবনের কোনো পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য হবে না।
বয়স : ২৩ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
কর্মযোগ্যতা : চমৎকার অন্ত: ও আন্ত:ব্যক্তিক এবং প্রাতিষ্ঠানিক যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
যানবাহন : মোটর সাইকেল চালানোর ইচ্ছে থাকতে হবে। এই যান চালাতে দক্ষতাধারীরা আবেদন করবেন।
কাজ করতে হবে : ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য কেবল প্রাণের পণ্যগুলো বাংলাদেশের বাজারে সুষ্ঠুভাবে বিক্রি ও বাজারজাতকরণের জন্য চাকরি করতে হবে।
বেতন কাঠামো : নামকরা এই প্রতিষ্ঠানের নতুন বেতন কাঠামো প্রদান করা হবে। ক্যারিয়ার বিকশিত এবং সাফল্যময় করার সুবণ সুযোগ-সুবিধাও আছে।
কাজ করবেন : বাংলাদেশের যেকোনো কর্মএলাকাতে কাজ করতে ইচ্ছে থাকতে হবে।
বেতন : মাসে ভালো বেতন লাভ করবেন। বছরে দুটি উৎসব বোনাস দেওয়া হবে। প্রতিটি পণ্য বিক্রির ওপর কমিশন আছে। কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশে সফর, পদোন্নতির সুবিধা ও বছর শেষে বেতন কাজের ভিত্তিতে ইনক্রিমেন্ট আকারে বাড়বে।
নিয়োগ করা হবে : প্রাণ গ্রুপ এই সংখ্যা অনুল্লেখ্য রেখেছে। তবে যথেষ্ট কর্মী নিয়োগ করা হবে।
আবেদনের নিয়ম : আগ্রহী ও যোগ্য প্রার্থীদের সদ্য তোলা চার কপি পাসপোট আকারের রঙিন ছবি, সকল শিক্ষাগত ও কর্মযোগ্যতার সত্যায়িত ফটোকপি এবং মূলকপিগুলো জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি ও আসল কপি নিয়ে নিয়ে একটি পূর্ণ জীবনবৃত্তান্ত তৈরি করে নিচের ঠিকানাগুলোতে নিজের পদের জন্য সকাল ৯টায় উপস্থিত হয়ে পরীক্ষায় বসার অনুরোধ করা হচ্ছে।
উল্লেখ্য : কারো সঙ্গেই কোনো আর্থিক লেনদেন গ্রহণযোগ্য হবে না। যারা পড়ালেখা করছেন তাদের আবেদনের প্রয়োজন নেই।
নিয়োগ পরীক্ষা : বাংলাদেশের ভিন্ন, ভিন্ন বিভাগ ও জেলার নিয়োগ পরীক্ষা হবে।
১. ঢাকা : প্রাণ এইচআরএম, উত্তর বাড্ডা, হোসেন সুপার মার্কেট, চতুর্থ তলা বীরউত্তম মেজর (অব.) রফিকুল ইসলাম সরণি, ঢাকা। অঞ্চলভিত্তিক সহকারি বিক্রয় ম্যানেজার বা অ্যাসিসটেন্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম) পদে প্রার্থীদের ৪, ১১, ১৮ ও ২৫ এপ্রিল সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে অস্থায়ী নিয়োগের জন্য আসতে অনুরোধ করা হলো।
২. ময়মনসিংহ : এই বিভাগে অঞ্চলভিত্তিক সহকারি বিক্রয় ম্যানেজার বা অ্যাসিসটেন্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম) পদে কর্মকর্তা নিয়োগ করা হবে। পরীক্ষা হবে ৯ এপ্রিল, ২০২২ তারিখে। পরীক্ষার স্থান, প্রাণ সেলস অফিস, ৪/৪/১, পাঠান টাওয়ার, ময়নার মোড়, কেওয়াটখালি, ময়মনসিংহ।
৩. বরিশাল : কলেজ অ্যাভিনিউ, বরিশাল শহর, ওয়ার্ড-২০, রোড, ১১, হোল্ডিং-১২৩৩, ইমাম মঞ্জিল। এখানে ১৩ এপ্রিল ২০২২ তারিখে পরীক্ষা নেওয়া হবে।
৪. চট্টগ্রাম : হালিশহর, ইসাবেলা টাওয়ার, প্রাণ সেলস অফিস। এখানে ১২ এপ্রিল ২০২২ তারিখে পরীক্ষা নেওয়া হবে।
৫. রাজশাহী : প্রাণ ফ্যাক্টরি, রাজশাহী-২, বি-২২২, বিসিক শিল্প এলাকা, সপুরা, রাজশাহী ঠিকানার প্রাণ সেলস অফিসে। এখানে ১৫ এপ্রিল ২০২২ তারিখে পরীক্ষা নেওয়া হবে।
৬. যশোর : উপশহর, নিউমাকের্ট, সেক্টর-১, প্লট-২৫৭, সেলিম রেজা ভিলা (চার তলা), প্রাণ সেলস অফিস। এখানে ২০ এপ্রিল ২০২২ তারিখে পরীক্ষা নেওয়া হবে।
৭. কুমিল্লা : বিশ্বরোড, পদুয়ার বাজার, প্রাণ ডিপো (পল্লী বিদ্যুৎ সমিতি অফিস ২’র পাশে)। এখানে ২১ এপ্রিল ২০২২ তারিখে পরীক্ষা নেওয়া হবে।
ছবি : প্রতিষ্ঠাতা মেজর জেনারেল আমজাদ খান চৌধুরীর ছেলে আহসান খান চৌধুরী হাল ধরেছেন বাংলাদেশের বিখ্যাত প্রাণ আরেএফএলের-চেয়ারম্যাণ ও প্রধান নির্বাহি।
ওএস।