প্রাণের নারী ও পুরুষ শোরুম রিপ্রেজেনটেটিভ হবেন?
প্রতিষ্ঠানের নাম : প্রাণ গ্রুপ।
পদের নাম : শো-রুম বিক্রয় প্রতিনিধি বা শো-রুম সেলস রিপ্রেজেনটেটিভ (পুরুষ ও নারী)।
কাজ করতে হবে : ক্রমর্বধমান চাহিদা পূরণের জন্য কেবল প্রাণের পণ্যগুলো বাংলাদেশের বাজারে সুষ্ঠুভাবে বিক্রি ও বাজারজাতকরণের জন্য চাকরি করতে হবে।
বেতন কাঠামো : নামকরা এই প্রতিষ্ঠানের নতুন বেতন কাঠামো প্রদান করা হবে। ক্যারিয়ার বিকশিত এবং সাফল্যময় করার সুবর্ণ সুযোগ-সুবিধাও আছে।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা এইচএসসি পাশ। জিপিএতে অন্তত ২.০ জিপিএর অধিকারী হতে হবে।
বয়স : ১৮ থেকে ২৬ বছরের বছরের মধ্যে হতে হবে।
নিয়োগের ধরণ : নারী ও পুরুষরা শো-রুমগুলোতে কাজ করবেন।
উচ্চতা : পুরুষ প্রাথীদের উচ্চতা কমপক্ষে ৫ ফিট ২ ইঞ্চি।
চাকরির নিয়োগ ধরণ : প্রথম তিনটি মাস শিক্ষানবিশ হিসেবে নিয়োগ লাভ করবেন। এরপর সাফলতার ভিত্তিতে স্থায়ী নিয়োগ লাভ করবেন।
কাজের শর্ত : বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করতে আগ্রহী হতে হবে।
বেতন : মাসে ভালো বেতন লাভ করবেন। বছরে দুটি উৎসব বোনাস দেওয়া হবে। প্রতিটি পণ্য বিক্রির ওপর কমিশন আছে। কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশে সফর, পদোন্নতির সুবিধা ও বছর শেষে বেতন কাজের ভিত্তিতে ইনক্রিমেন্ট আকারে বাড়বে।
নিয়োগ করা হবে : প্রাণ গ্রুপ এই সংখ্যা অনুল্লেখ্য রেখেছে। তবে যথেষ্ট কর্মী নিয়োগ করা হবে।
আবেদনের নিয়ম : আগ্রহী ও যোগ্য প্রার্থীদের সদ্য তোলা চার কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি এবং মূলকপিগুলোসহ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ও মূলকপি নিয়ে একটি পূর্ণ জীবনবৃত্তান্ত তৈরি করে নিচের ঠিকানায় নিজের পদের জন্য সকাল ৯টায় উপস্থিত হয়ে পরীক্ষায় বসার অনুরোধ করা হচ্ছে।
উল্লেখ্য : কারো সঙ্গেই কোনো আর্থিক লেনদেন গ্রহণযোগ্য হবে না। যারা পড়ালেখা করছেন তাদের আবেদনের প্রয়োজন নেই।
ঢাকা : প্রাণ এইচআরএম, উত্তর বাড্ডা, হোসেন সুপার মার্কেট, চতুথ তলা, বীরউত্তম মেজর (অব.) রফিকুল ইসলাম সরণি। এখানে শো-রুম সেলস রিপ্রেজেনটেটিভ পদে পুরুষ ও নারী প্রাথীদের ৫, ১২, ১৯ ও ২৫ এপ্রিল চারদিন সকাল ৯টার মধ্যে এসে সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে অস্থায়ী নিয়োগের জন্য অনুরোধ করা হলো।
ওএস।