রাজধানীর বিভিন্ন সড়কে সিএনজিচালকদের বিক্ষোভ

ছবিঃ সংগৃহীত
মিটারে সিএনজিচালিত অটোরিকশা না চালানোর দাবিতে ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করেছেন যানবাহনটির চালকরা। এতে ওইসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন আফিসগামী মানুষ। অনেককে পায়ে হেঁটে অফিসে যেতে দেখা গেছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে ঢাকার রামপুরা, মিরপুর-১, মিরপুর-১৪ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বেশকিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধের খবর পাওয়া গেছে।
সড়ক অবরোধের কারণে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। প্রাথমিকভাবে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি। অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে, যাত্রীসহ সড়কে চলমান সিএনজি অটোরিকশা আটকে দিতে দেখা গেছে অবরোধকারীদের। চালকরা নতুন নিয়ম বাতিল, ভাড়া বৃদ্ধি ও পুলিশের হয়রানি বন্ধসহ একাধিক দাবি জানাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
