মেট্রোরেলে নেই চিরচেনা ভিড়, বন্ধ থাকবে ঈদের দিন

ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হয়ে গেছে দুদিন আগে। ইতোমধ্যে কয়েক লাখ মানুষ ঢাকা ছেড়েছে। তাই মেট্রোরেলে যাত্রী সংখ্যা কম। ট্রেনে যেমন ভিড় নেই, তেমনি দীর্ঘ লাইন নেই টিকিট কাউন্টারেও। ডিএমটিসিএল জানিয়েছে, ঈদের দিন মেট্রো চলাচল বন্ধ থাকবে, তবে আগের শিডিউল অনুযায়ী ঈদের অন্য দিনগুলোতে চলাচল অব্যাহত থাকবে।
আজ শনিবার (২৯ মার্চ) মেট্রোরেলের স্টেশনগুলো ঘুরে দেখা গেছে, গত কয়েক দিনের যে উপচে পড়া পরিস্থিতি ছিল, তা কমে গেছে। ট্রেনের প্রায় প্রতিটি কোচই সিটিং ছিল। যাত্রীরা বসে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারছেন। কাউন্টারগুলোতেও ভিড় ছিল না। যে যার মত করে টিকিট কেটে দ্রুত ট্রেনে ভ্রমণ করতে পারছেন। আর এই পরিস্থিতিতে যাত্রীরাও ভ্রমণ করে স্বস্তি পাচ্ছেন।
মতিঝিল স্টেশনে কথা হয় উত্তরা পথের যাত্রী হাবিবুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘গত কয়েকদিন অফিস শেষ করে মেট্রোতে ওঠা ছিল যেন যুদ্ধের মতো। ১৫ থেকে ২০ মিনিট দাঁড়িয়ে থাকার পর ট্রেনে উঠতে পেরেছি। তা-ও ধাক্কাধাক্কি করে। এখন বেশ স্বস্তি। মানুষের চাপ কম। বসে যেতে পারছি।’
মহিলা কামরাতে কথা হয় সীমা আক্তারের সঙ্গে। মিরপুরের যাত্রী সীমা বলেন, ‘মহিলা কোচে উঠে দেখি পুরাই ফাঁকা। কোন সিট রেখে কোন সিটে বসব, আনন্দে দ্বিধায় পড়ে গেছি।’ তিনি বলেন, ‘বসুন্ধরা শপিং মলে গিয়েছি ঈদের কেনাকাটা করতে। কারওয়ান বাজারে নেমেছি শপিং সেরেছি, আবার এখান থেকে উঠে বাসায় যাচ্ছি। এর চেয়ে শান্তি কোথায়।’
অপর যাত্রী সানজিদা খানম বলেন, ‘বাবার বাসা মতিঝিলে এসেছিলাম। আমি কখনোই এভাবে ব্যাগ নিয়ে মেট্রোতে যাব উত্তরা, সেটা ভাবতে পারিনি। ফাঁকা ট্রেন পাব চিন্তা করে বেবিদের নিয়ে উঠেছি। বেশ ফাঁকাই পেলাম।’
এদিকে, মেট্রোরেলের তত্ত্বাবধানে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, গেল বছরের মতো এবারও ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের পরের দিন থেকে আগের শিডিউলে চলবে। রমজান মাসের শিডিউল আর থাকবে না।
