নাটোর ডিসি বাংলোর বাঁশবাগান থেকে শতাধিক সিলমারা ব্যালট উদ্ধার

ছবি: সংগৃহীত
নাটোর জেলা প্রশাসকের (ডিসি) পুরনো বাংলোর বাঁশবাগানে মাটিতে পুঁতে রাখা অবস্থায় বিপুল পরিমাণ সিলমারা ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) দুপুরে শহরের কান্দিভিটুয়া এলাকায় অবস্থিত জেলা প্রশাসকের পুরনো বাংলোর বাঁশঝাড় থেকে এসব ব্যালট উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যালটগুলোর বেশিরভাগই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বলে জানা গেছে। এত পরিমাণে ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এর আগে, শুক্রবার বিকেলে একই বাংলোর পাশের পুকুর থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। পরদিন সেখানে ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। পুলিশ জানায়, ডিসির পুরনো বাংলোর পুকুর থেকে অস্ত্র উদ্ধারের দ্বিতীয় দিনের অভিযানের সময় গোপন সংস্থার নজরে আসে বাঁশঝাড়ের নিচে মাটিতে পুঁতে রাখা ব্যালটগুলোর অস্তিত্ব। খবর পেয়ে দ্রুত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে ব্যালট পেপারগুলো উদ্ধার করে।
নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) রাশেদুল ইসলাম জানান, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এসব ব্যালট ট্রেজারিতে সংরক্ষিত ছিল। পরবর্তীতে উপজেলা পরিষদের নির্বাচনের সময় স্থান সংকুলানের কারণে সেগুলো পুরনো বাংলোতে সরিয়ে নেওয়া হয়। তবে সেখান থেকে কারা বা কীভাবে ব্যালট পেপারগুলো নষ্ট করে মাটিতে পুঁতে রেখেছে, সে সম্পর্কে কোনো ধারণা নেই।
সেখানে কোনো পাহারার ব্যবস্থা ছিল কি না জানতে চাইলে এনডিসি জানান, বাংলোতে একজন নাইটগার্ড ছিলেন, তবে তাকে এখনো এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
এদিকে, ডিসি বাংলোর পাশের পুকুর থেকে উদ্ধার হওয়া ছয়টি আগ্নেয়াস্ত্র এবং ব্যালট পেপারের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, এমন প্রশ্নের জবাবে এনডিসি বলেন, "আমি নিশ্চিত নই, তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে পুকুরের পানি সম্পূর্ণভাবে সেচে ফেলা হচ্ছে এবং সেখানে আরও অস্ত্র বা অন্য কোনো আলামত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।"
বিপুল পরিমাণ সিলমারা ব্যালট পেপার এবং আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় প্রশাসনের ভূমিকা ও নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছে।
