সৌদি আরব ঈদের তারিখ ঘোষণা করবে রাত ৯টার পর

ছবি: সংগৃহীত
সৌদি আরব পবিত্র শাওয়াল মাস ও ঈদুল ফিতরের চাঁদ দেখার জন্য প্রস্তুতি নিয়েছে। শনিবার (২৯ মার্চ) দেশটির সাধারণ জনগণকে ঈদের চাঁদ অনুসন্ধান করার আহ্বান জানানো হয়েছে।
‘ইনসাইড দ্য হারামাইন’ ওয়েবসাইটে প্রকাশিত একটি পোস্টে জানানো হয়, মক্কার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার ঘোষণা দেওয়া হবে। এর মানে হল, বাংলাদেশ সময় রাত ৯টায় সৌদি আরবে ঈদের তারিখ জানা যাবে।
এদিকে, সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, ২৯ মার্চ (রমজানের ২৯তম দিন) আরব ও ইসলামিক বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা নেই। তারা জানায়, ওইদিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং সূর্যাস্তের পর চাঁদ-সূর্যের সংযোগ ঘটবে, যা খালি চোখে কিংবা অন্য কোনো প্রযুক্তির মাধ্যমে দেখা সম্ভব হবে না।
এতে স্পষ্ট হয়ে উঠেছে যে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবারের রমজান ৩০ দিন পূর্ণ হবে এবং ৩১ মার্চ ঈদুল ফিতর পালিত হবে।
