বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন
বেতন বাড়ানোর দাবিতে মিরপুর ১৪ নম্বর এলাকার কচুক্ষেতে আন্দোলন করছেন পোশাক শ্রমিকেরা।
রবিবার (৫ জুন) আন্দোলনরতদের মুখপাত্র সাইফ আলি ঢাকাপ্রকাশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সাইফ আলি বলেন, গতকাল ১০ নম্বর এলাকা থেকে ১৪ নম্বর রাস্তায় আমরা অবোরোধ করেছি। আজ ও বেতন বৃদ্ধির দাবিতে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করছি।
আন্দোলনরত পোশাক শ্রমিক নাজমা বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে। আমাদের বেতন না বাড়ালে এ কর্মসূচি চলবে।
শ্রমিকদের দাবি, সঠিক মতো বেতন ভাতা প্রদান করা হচ্ছে না। সেই সঙ্গে দীর্ঘদিন একই বেতনে চাকরি করতে হচ্ছে। শ্রমিকরা বলছে, আমরা আজ বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছি। আমাদের দাবি আদায় না হলে আন্দোলন চলবে।
জব্বার নামে আরেক শ্রমিক বলেন, আমাদের দাবি মেনে না নিলে কঠোর আন্দোলন করা হবে।
অনিকা বেগম বলেন, আমরা কর্মের মাধ্যমে সফল হতে চাই। কারোর করুণা অথবা ভিক্ষা চাই না। আমাদের আন্দোলন চালিয়ে যাব। দাবি না মানলে ফ্যাক্টরিতে যাব না।
এ বিষয়ে জানতে চাইলে কাফরুল থানা ডিউটিরত কর্মকর্তা বলেন, পোশাক শ্রমিকরা আন্দোলন করছেন। আমাদের থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছে।
কেএম/এসএন