এবার কাভার্ড ভ্যানের ধাক্কায় ডিএনসিসি কর্মীর মৃত্যু
ছবি : সংগৃহীত
কাভার্ড ভ্যানের ধাক্কায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক কর্মী আবুল হোসেনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় চালককে আটক করে গাড়িটি জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার সময় রাজধানীর বাড্ডায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আবুল হোসেন টঙ্গীর দত্তপাড়ার গুদারা ঘাট চানকিরটেক গ্রামের মৃত মোসলেম হাওলাদারের ছেলে। তার স্ত্রীর নাম পারুল বেগম। তিনি তিন কন্যাসন্তানের জনক ছিলেন। কর্মস্থল থেকে বাইসাইকেল চালিয়ে টঙ্গীর বাসায় যাওয়ার পথে উত্তর বাড্ডা হোসেন মার্কেটের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রাত সাড়ে তিনটায় ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানা অবগত রয়েছে।
এর আগে সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র ও এক সাংবাদিকের মৃত্যুতে ব্যাপক আন্দোলন হয় রাজধানীতে। ২৪ নভেম্বর দুপুর ১২টার দিকে নাঈম গুলিস্তান হল মার্কেটের সামনে রাস্তা পার হচ্ছিলেন। তখন সিটি করপোরেশনের ময়লার গাড়ি তাকে চাপা দেয়। সে নটর ডেম কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।
তার পর দিন ২৫ নভেম্বর দুপুরে সোনারগাঁ মোড় থেকে পান্থপথে যাওয়ার পথে ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করছিলেন মোটরসাইকেলের পিছনের আসনে বসা আরোহী আহসান কবির খান। এ সময় অন্যান্য গাড়ির সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ময়লাবাহী গাড়ি সেখানে অপেক্ষা করছিল। সিগন্যাল ছাড়া মাত্রই আহসান কবির খানের মোটরসাইকেল ধাক্কা খেলে তিনি মাটিতে ছিটকে পড়েন। ময়লাবাহী গাড়ির চালক গাড়ি না থামিয়ে তার ওপর দিয়ে চালিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এনএইচ/টিটি