শোকজের জবাব দিলেন অন্তরাসহ তিন অভিযুক্ত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় শোকজের জবাব দিয়েছে শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি সানজিদা চৌধূরী অন্তরাসহ তিন অভিযুক্ত। অন্যরা হলেন, আইন বিভাগের ইসরাত জাহান মীম ও চারুকলা বিভাগের হালিমা আক্তার উর্মী। বুধবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, অভিযুক্তরা শোকজের জবাব দিয়েছে। আমরা পরবর্তীতে শৃঙ্খলা কমিটির মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবো। এর আগে, এ ঘটনায় অন্তরাসহ ৫ অভিযুক্তকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়। একইসঙ্গে তাদের বিষয়ে কেন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না এ মর্মে শোকজ করা হয়।
গত ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয় প্রশাসন। তাদেরকে জবাব দিতে ১৫ মার্চ পর্যন্ত সময় বেধে দেওয়া হয়। তবে শেষ সময় পর্যন্ত ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান শোকজের জবাব দেন।
অন্যদিকে, ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরি অন্তরা, আইন বিভাগের ইসরাত জাহান মীম ও চারুকলা বিভাগের হালিমা খাতুন ঊর্মি একমাস সময় বৃদ্ধির আবেদন করেন। একইসঙ্গে তারা তদন্ত কমিটিসমূহের প্রতিবেদন ও হাইকোর্টের নির্দেশনার নকল কপি চেয়েছিলেন।
তাদের আবেদনের প্রেক্ষিতে গত ২৯ মার্চ এক সপ্তাহ সময় বৃদ্ধি করে প্রশাসন। তবে তাদের চাওয়া নথিগুলো প্রশাসন সরবরাহ করবে না বলে জানায় রেজিস্ট্রার দপ্তর।
এএজেড