টানা তিনমাসের প্রশিক্ষণ ও প্রতিযোগিতা করবে ‘সিইউডিএস’
লেখা ও ছবি : জুনায়েদ খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ও কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ‘চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)’। তারা ১৭তম বারের মতো তিনমাসের টানা কর্মশালার আয়োজন করছেন।
অন্তত হাজার খানেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রী এখানে বিতর্ক চচা শিখবেন। তাদের মেধা, মন ও ইতিবাচক জীবন গড়ায় এই উদ্যোগ দারুণ কার্যকর হবে আশা করছেন তারা।
বিতর্ক কর্মশালাটির ঘোষণা দিয়েছেন তারা ৩০ মে, সোমবার। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে তারা বিশেষ সাংবাদিক সম্মেলন করেছেন।
অত্যন্ত প্রতিষ্ঠিত ‘চিটাগাং ইউনিভাসিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)’র সভাপতি হাসিব খান বলেছেন বিস্তারিত-‘এক মাসের টানা প্রশিক্ষণ কর্মশালা করবো আমরা। সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের নামকরা অধ্যাপকরা অংশ নেবেন। তাদের বিতর্ক ও সামাজিক কার্যক্রমের বর্ণময় জীবন আছে। তারা হলেন, ইংরেজির অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য, আইনের এ. বি. এম. আবু নোমান, নৃবিজ্ঞানের নাসির আহমেদ, দর্শনের সহযোগী অধ্যাপক মাসুম আহমেদ ও আন্তর্জাতিক সম্পর্কের সহযোগী অধ্যাপক মতিউল হক মাসুদ।’
‘তারা ছাড়াও বাংলাদেশ টেলিভিশন বা বিটিভির চট্টগ্রাম কেন্দ্র জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার থাকবেন। আরো আসবেন সাকিব-বিন-রশীদ ও ওয়াসিফ-আল-আমিন।’
‘তারা সবাই একদম নবীনদের বিতর্কের নানা নিয়মকানুন ও উপায়গুলোর ওপর অন্যতম সেরা প্রশিক্ষণগুলো প্রদান করবেন।’
বাংলাদেশের অন্যতম সেরা বিতক প্রতিষ্ঠান সিইউডিএসের প্রধান এরপর জানিয়েছেন,
“আমাদের ১৭তম অন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক কর্মশালার দ্বিতীয় ভাগ হবে বিতর্ক প্রতিযোগিতা। যে নবীন বিতার্কিকরা আমাদের কর্মশালাটি করেছেন, তারা বাদেও আগ্রহী নতুনদের নিয়ে ১৭তম সিইউডিএস নবীশ বাংলা ও নবীশ ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা ২০২২’র আয়োজন করা হবে এই বিশ্ববিদ্যালয়েই। তারা তাদের প্রশিক্ষণ থেকে পাওয়া যুক্তির জগতের চর্চাগুলো করতে পারবেন।”
দেশের অন্যতম সেরা এই বিতর্ক সংগঠক ও বিতাকিক এরপর বলেছেন, “এই সময়ই আমরা ‘১৭তম ইংলিশ পাবলিক স্পিকিং ডিবেট কম্পিটিশন ২০২২’র আয়োজন করবো।”
‘আমাদের প্রশিক্ষণ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে’, জানিয়েছেন সিইউডিএসের সভাপতি হাসিব খান। তিনি আরো বলেছেন, ‘আমাদের প্রতিযোগিতার শেষে অনুষ্ঠানের আয়োজন করে সেরাদের সম্মানিত করা হবে। তাদের পুরস্কার দেবেন প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হবেন, আমাদের অ্যকাডেমিক উপ-উপাচার্য বেনু কুমার দে। অতিথিদের মধ্যে থাকবেন রেজিস্টার অধ্যাপক এস. এম. মনিরুল হাসান, প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান অধ্যাপক ও কর্তাব্যক্তিরা তখন থাকবেন। আরো থাকবেন, বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা খানম।’
‘সব অংশগ্রহণকারী তখন থাকবেন’, বলে জানিয়েছেন তিনি।
এই কর্মশালা ও বিতর্ক প্রতিযোগিতার টাইটেল স্পন্সর আবুল খায়েরের মার্কস ‘ফুল ক্রিম মিল্ক পাউডার’।
এডুকেশনাল পার্টনার ‘১০ মিনিটস স্কুল’। গণমাধ্যম সহযোগী ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’।
গণমাধ্যম সহযোগী ইত্তেফাক, আজাদী ও ফিনানশিয়াল এক্সপ্রেস। টিভি অংশীদার-এনটিভি ও একাত্তর।
‘চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)’র সাধারণ সম্পাদক আনিকা তাহাসিন হক কথা তাদের এই কর্মশালা ও প্রতিযোগিতাগুলোর কমিটির আহবায়ক। এই
কমিটিতে প্রধানদের মধ্যে আছেন অর্থ সম্পাদক কায়েস মোহাম্মদ সাইফুল্লাহ ও মিডিয়া অ্যান্ড অনলাইন অ্যাফেয়ার্স এডিটর দিলরুবা আক্তার পুতুল। সিইউডিএসের সব সদস্য এই আয়োজনের জন্য সর্বোচ্চ পরিশ্রম করবেন বলে তাদের আগাম কৃতজ্ঞতা জানিয়েছেন সভাপতি হাসিব খান।
ওএস।