চবিতে ছাত্রলীগের অবরোধ, ক্লাস-পরীক্ষা বন্ধ
বেশ কিছুদিন ধরে পরপর কয়েকটি ঘটনার জের ধরে অস্থির হয়ে উঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। মাঝে কিছু দিন পরিবেশ শান্ত থাকলেও আবার অস্থির হয়ে উঠেছে ক্যাম্পাস। দুই নেতাকে মারধরের ঘটনায় বুধবার সকাল থেকেই ক্যাম্পাসে অবরোধ করেছে ছাত্রলীগ। এতে বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষা।
মঙ্গলবার (৩১ মে) দিবাগত রাত ১টার দিকে চবি ছাত্রলীগের ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় ও মোহাম্মদ রাশেদকে মারধর করেন স্থানীয় যুবলীগ নেতা হানিফের অনুসারীরা। এক নম্বর গেট থেকে মোটরসাইকেল যোগে ক্যাম্পাসে আসার পথে মাজার গেট এলাকায় যুবলীগ নেতা হানিফের অনুসারী ৭/৮ জন কর্মী দেশীয় অস্ত্রসহ মোটরসাইকেলের গতিরোধ করে তাদের মারধর করে। ভাংচুর করা হয় মোটরসাইকেলও। পরে এ ঘটনার প্রতিবাদে ভিএক্স গ্রুপের অনুসারীরা জিরো পয়েন্টে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে ক্যাম্পাস অবরুদ্ধ করে রাখে।
ভিএক্স গ্রুপের কর্মীরা জানান, কোনো কারণ ছাড়াই সিনিয়র নেতাদের ওপর হামলার প্রতিবাদে অবরোধ চলছে। দ্রুত সময়ের মধ্যে এ ঘটনায় জড়িতদের আটক করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। বিচার না পাওয়া পর্যন্ত অবরোধ চলবে বলেও জানান তারা।
ষোলশহর স্টেশনের সহকারী মাস্টার তন্ময় মজুমদার বলেন, ক্যাম্পাসের ঝামেলার কারণে ট্রেন বন্ধ। আমরা এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়া ট্রেন ছাড়তে পারছি না।
এ বিষয়ে চবি প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, ভোর থেকেই ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সব জায়গায় অবরোধ করে রেখেছে। আমরা চেষ্টা করছি এখনো সমাধান হয়নি। আজকে ক্লাস হওয়ার বিষয়েও কিছু বলতে পারছি না।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান বলেন, অবরোধ চলায় অনেক শিক্ষক-শিক্ষার্থী ক্যাম্পাসে আসতে পারেননি। বেশ কিছু বিভাগে ক্লাস-পরীক্ষা বন্ধ করা হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।
এসএন