হাইকোর্টের নির্দেশে কাজে যোগ দিয়েছেন চাকুরিচ্যুত কর্মচারী
লেখা ও ছবি : আসাদুল্লাহ গালিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়
চাকরিচ্যুত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীকে স্বপদে বহালের আদেশ দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগ।
মাসুদুর রহমান নামের এই কর্মচারী শহীদ হবিবুর রহমান হলের দৈনিক মজুরী ভিত্তিতে নিম্নমান সহকারী।
এই প্রতিবেদক খোঁজ নিয়ে জেনেছেন, ২৭ মার্চ, ২০২২ তারিখে মাসুদের বিরুদ্ধে শহীদ মিনার ও জাতীয় দিবসের মর্যাদা ক্ষুন্ন করা এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ এনে তার বিশ্ববিদ্যালয়ে কাজ করার অনুমতি বাতিল করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন মাসুদুর রহমান।
তার রিট পিটিশন নম্বার ২৯৩৪/২০২১।
এই আবেদনের প্রেক্ষিতে গতকাল ৩০ মে, রবিবার, ২০২২ তারিখে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. মুজিবুর রহমান ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ তার আবেদন মঞ্জুর করে তাকে কাজে বহালের আদেশ জারি করেন।
এই আদেশের পর আজ ৩১ মে, সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আদালতের এই আদেশ কার্যকর করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানান মাসুদ ও তিনি এরপর কাজে যোগদান করেন।
ওএস।