প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপন অভিযান হবে
লেখা ও ছবি : মো. বাবুল হোসেন, জনসংযোগ কর্মকর্তা, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
সুচিত্রা সেন, স্যামসন এইচ চৌধুরী, অনীতা চৌধুরী, স্যামুয়েল-তপন-অঞ্জন চৌধুরীর জন্মভূমি, কর্মক্ষেত্র, মানসিক স্বাস্থ্য হাসপাতালের শহর, লর্ড হাডিঞ্জ ব্রিজ, সেন্ট আলফ্রেড স্কুল, পাবনা জেলা স্কুল, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির শহর পাবনা।
ইছামতির শহরের একমাত্র সরকারী বিজ্ঞান ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়টির জন্ম ৫ জুন, ২০০৮ সাল। জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা সাবেক, অত্যন্ত মেধাবী ছাত্র মো. বাবুল হোসেন জানিয়েছেন, ‘আমাদের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উৎসব মুখরতায় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে।’
তিনি বলেছেন, ‘এই আয়োজনের মধ্যমণি থাকবেন ছাত্র, ছাত্রী ও অধ্যাপক, কর্মকর্তা, কর্মচারীরা।’
“পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অন্যতম কৃতি নারী গবেষক, এশিয়াটিক সোসাইটি বাংলাদেশের নির্বাচিত একমাত্র নারী সহ-সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ব্লু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের কৃতি অধ্যাপক, নয়টি গবেষণা গ্রন্থের রচয়িতা, অধ্যাপক ড. হাফিজা খাতুন সব আয়োজনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।”
তিনি জানিয়েছেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন দম ফেলার সময় নেই। পুরো ক্যাম্পাসকে সাজানো, গোছানোর কাজ চলছে দিবারাত্র। অনেকগুলো কাজের মধ্যে আছে অধ্যাপক, কর্মকর্তা-কর্মচারীদের প্রীতি ফুটবল ম্যাচ, বৃক্ষরোপন অভিযান ইত্যাদি।’
ওএস।