চবিতে ‘নিরবে’ ছাত্রদলের শোডাউন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনেকটা নিরবেই শোডাউন দিয়ে গেল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মূলত ক্যাম্পাসে সহাবস্থান সৃষ্টি করতেই ছাত্রদল এ শোডাউন দিয়েছে।
সোমবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে চাকসু ভবন পর্যন্ত শোডাউন দেয় ছাত্রদল নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ফ্যাকাল্টির নেতারাসহ শোডাউনে অংশ নেয় ১৫ থেকে ২০ জন নেতাকর্মী।
শোডাউনে উপস্থিত ছিলেন- ছাত্রদলের প্রচার সম্পাদক মহিউদ্দীন ও সম্পাদক মিজানুর রহমান মিলন, সহ- সম্পাদক হাসিবুল হাসান রাফি, সহ-দপ্তর সম্পাদক আইনুল ইসলাম সাগির, সহ-সাংগঠনিক সম্পাদকে হাবীব, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ রহিম, মিনহাজ উদ্দিন,শফিকুল আলম, আব্দুল্লাহ আল ফারুক, সদস্য ফরহাদ হোসেন আসিফ, ওবয়েদুর রহমান, মো. মিনহাজ উদ্দীন, সাকিবুল ইসলাম, এইস কে জিসান, আনোয়ার, রাকিবুল ইসলাম, ফয়সাল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহবস্থান সৃষ্টিতে আমরা ক্যাম্পাসে এসেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যেকোনো যড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার বিচারসহ ক্যাম্পাসে সুষ্ঠু রাজনীতির চর্চা চাই।
এদিকে, শোডাউন বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, ক্যাম্পাসে ছাত্রদলের নিরবে শোডাউনকে ছাত্রলীগ শোডাউন হিসেবে মানতে নারাজ। তারা যদি কোনো অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে অবশ্যই ছাত্রলীগ প্রতিহত করবে। কোনো যৌক্তিক অধিকার থাকলে অবশ্যই বুক ফুলিয়ে কথা বলতে হবে। তবে আমরা সব-সময় সোচ্চার আছি, যেকোনো অরাজকতা প্রতিহত করতে।
এর আগে গত ২৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলা হয়। এরপর কেন্দ্র থেকে ছাত্রদলের বিভিন্ন শাখায় কর্মসূচি ঘোষণা করা হয়। ছাত্রদলের ঘোষিত কর্মসূচি প্রতিহত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকে তৎপর হতে দেখা যায়। ক্যাম্পাসের বিভিন্ন মোড়ে শোডাউন ও মিছিল করে শাখা ছাত্রলীগের বিভিন্ন উপগ্রুপ।
এমএসপি