জবি শিক্ষার্থীদের জন্য চালু হলো চক্রাকার বাস সার্ভিস
শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রথমবারের মতো চক্রাকার বাস সার্ভিস চালু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত একমাত্র দ্বিতল বাসটি দুপুরে ও সন্ধ্যায় দুই বেলা শিক্ষার্থীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিবে। পরীক্ষামূলকভাবে এই বাস সেবাটি চালু হলেও কোনো প্রকার সমস্যা দেখা না দিলে স্থায়ীভাবেই এসব নির্দিষ্ট রুটে এটি চলবে।
রবিবার (২৯ মে) দুপুরে দ্বিতল বাসটি যাত্রার শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ্-আল্-মাসুদ, প্রক্টর অধ্যাপক ড. মো. মোস্তফা কামাল, সহকারী প্রক্টরবৃন্দ, পরিবহন পুলের কর্মকর্তা-কর্মচারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা যায় যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত দ্বিতল বাসটি দুপুর দেড়টা ও সন্ধ্যা সাড়ে সাতটায় শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে। বাসটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে দয়াগঞ্জ, সায়েদাবাদ, খিলগাঁও রেলগেট, মালিবাগ, মৌঁচাক, বাংলামোটর, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং গুলিস্তান হয়ে ক্যাম্পাসে ফিরে আসবে। চক্রাকার বাস চালুর বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ্-আল্-মাসুদ ঢাকাপ্রকাশক-কে বলেন, আমাদের শিক্ষার্থীদের সুবিধার জন্যই এই বাসটি চালুর সিদ্ধান্ত নিয়েছি। চক্রাকারে বাসটি চলবে।
পরিবহন প্রশাসক আরও বলেন, শিক্ষার্থীদের সুবিধার জন্য এমন একটি প্রস্তাব দিয়েছিলাম। কেননা অনেকের দুপুরের আগে ক্লাস শেষ হয়ে যায়। আবার অনেক সময় বিভিন্ন মন্ত্রণালয়ে শিক্ষার্থীদের কাজ থাকে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়েও সাংস্কৃতিক কোনো প্রোগ্রাম থাকে। আবার সন্ধ্যার পর এ সার্ভিসের কারণে সাংস্কৃতিক প্রোগ্রামগুলোর সঙ্গে যেসব শিক্ষার্থী জড়িত তাঁদেরও সাংস্কৃতিক চর্চা করতে সুবিধা হবে। আশা করছি এ সার্ভিস চালুর হওয়ায় আমাদের শিক্ষার্থীরা সুবিধা পাবে।
উল্লেখ্য, ২০০৫ সালে জগন্নাথ কলেজ থেকে পাওয়া ২টি মাইক্রোবাস এবং ৪টি মিনিবাস নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলের যাত্রা শুরু হলেও এখন পুলে সর্বমোট ৫৫টি পরিবহন রয়েছে। নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, গাউছিয়া, কুমিল্লা, মানিকগঞ্জ সহ দূরদূরান্ত থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে শিক্ষার্থীদের পরিবহনের ব্যবস্থা রয়েছে।
এএজেড