নোবিপ্রবি স্বাধীনতা শিক্ষক পরিষদ হলো
লেখা ও ছবি : সাদিদ হক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী-নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)’র ‘স্বাধীনতা শিক্ষক পরিষদ’ কমিটি গঠন করা হয়েছে। ২৫ মে, বুধবার, সাধারণ সভা শেষে এক বছরের জন্য ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটির নাম প্রকাশ করা হয়েছে।
সভাপতি নির্বাচিত হয়েছেন ফিসারিজ অ্যান্ড মেরিন সায়েন্স (ফিমস)’র অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ওয়ালিউর রহমান আকন্দ (বিপুল)।
তিনি তার বিভাগের ছাত্র ও এই প্রতিবেদক সাদিদ হককে বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে শিক্ষকদের স্বার্থসংশ্লিষ্ট সকল কাজ সর্বোপরি দেশের জন্য কাজ করে যেতে চাই।’
তাদের কমিটির অন্যরা হলেন-সহসভাপতি ইংরেজির সহযোগী অধ্যাপক আফসানা মৌসুমী, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষির সহকারী অধ্যাপক ড. মো: নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শিক্ষার সহকারী অধ্যাপক সৈয়দ মো: সিয়াম ও ডিবিএর সহকারী অধ্যাপক সুবর্ণা বিশ্বাস, কোষাধ্যক্ষ টিএইচএমের প্রভাষক নাজমুল হুদা, দপ্তর সম্পাদক আইআইএসের সহকারী অধ্যাপক আব্দুল করিম, প্রচার সম্পাদক পরিসংখ্যানের প্রভাষক মো. রাসেল হোসাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শিক্ষার সহকারী অধ্যাপক মুশফিকুর রহমান আশিক।
কমিটিতে সদস্য আছেন-ফার্মাসির অধ্যাপক ড. মো. আনোয়ারুল বাশার, বিজিইর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মফিজুল ইসলাম, ফিমসের সহযোগী অধ্যাপক ভক্ত সুপ্রতীম সরকার, বিএমএসের সহকারী অধ্যাপক এইচ. এম. মোস্তাফিজুর রহমান ও এসিসিই’র প্রভাষক সঞ্চিতা দেওয়ানজী।
ওএস।