পরিবেশকে বাঁচাতে সিইউডিএসের বিতর্ক প্রতিযোগিতা চলছে
লেখা ও ছবি : জুনায়েদ খান, প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
আজ থেকে বাংলাদেশের অন্যতম সরকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ‘ডব্লুউআইবি-সিইউডিএস বিশ্ব পরিবেশ দিবস আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২২’।
আয়োজন করেছে ‘চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)’। পৃষ্ঠপোষক পরিবেশ অধিদপ্তর।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ও কেন্দ্রীয় বিতক সংগঠনটির আয়োজনে আজ সমাজবিজ্ঞান অনুষদ এবং আগামীকাল চারুকলা ইনস্টিটিউটে উৎসবের বিতর্কগুলোর আয়োজন করা হচ্ছে।
উৎসবটি নিয়ে গণমাধ্যম সহযোগী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে তারা এর আগে সংবাদ সম্মেলন করেছেন।
সিইউডিএস’র সভাপতি ও ক্যাম্পাসের অন্যতম প্রধান বিতার্কিক এবং সংগঠক হাসিব খান বলেছেন, ‘৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিনটিকে পালন করতে আমরা সংসদীয় পদ্ধতির বাংলা ও ইংরেজি বিতর্কানুষ্ঠানগুলোর আয়োজন করেছি।’
সিইউডিএস’র সভাপতি বলেছেন, ‘ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিসহ মোট ২৪টি বিশ্ববিদ্যালয় বিতর্ক সংগঠন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।’
‘মোট ২৭ জন বিচারক তাদের বিতর্কগুলো পরিচালনা করছেন।’
তিনি জানিয়েছেন, ‘পরিবেশ দিবসের বর্ণাঢ্য এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো, পরিবেশকে দূষণমুক্ত রাখা ও ভারসাম্য রক্ষা করা। আমাদের সিইউডিএস এজন্য সবসময় কাজ করে।’
সিইউডিএসের সভাপতি আরো জানিয়েছেন, ‘প্রতিযোগিতার কোথাও প্লাস্টিকের কোনো পণ্য ব্যবহার করা হবে না। বিকল্প পণ্যগুলো ব্যবহার করা হচ্ছে।’
তাদের আয়োজনের আহবায়ক সিইউডিএসের সাধারণ সম্পাদক জান্নাতুন নাঈম পৃথা, যুগ্ম-সম্পাদক মুহাম্মদ বখতিয়ার। আরো প্রধান দায়িত্বে আছেন গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন খান নিলয়।
‘ডব্লুউআইবি-সিইউডিএস বিশ্ব পরিবেশ দিবস আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২২’র স্পন্সর রেকিট বেনকিজার।
মিডিয়া পার্টনার দি ফাইনানশিয়াল এক্সপ্রেস, দৈনিক আজাদী।
ওএস।