চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে ‘অসঙ্গতি’র প্রদর্শনী
লেখা ও ছবি : জুনায়েদ খান, প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
গতকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিল্পী রশীদ চৌধুরী গ্যালারিতে শুরু হয়েছে অনুষদের প্রভাষক ফাখিহা নিজাতির একক চিত্রকর্ম প্রদশনী।
শিরোনাম হলো ‘অসঙ্গতি’।
চলবে টানা পাঁচ দিন। শেষ হবে ৩০ মে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেখবেন দশনার্থীরা।
২৫ মে বিকাল পাঁচটায় উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, ‘চিত্রকর্ম হলো যেকোনো দেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির অন্যতম উপাদান। প্রাচীনকাল থেকে মানুষের জীবনযাত্রা সমাজের বিভিন্ন সংস্কৃতির সাথে সম্পৃক্ত আছে। শিল্পীর পারিপার্শ্বিক অবস্থা, যাপিত জীবনের অভিজ্ঞতা ও অনুভূতির প্রকাশ তার চিত্রকর্ম।’
বিশেষ অতিথি ছিলেন অ্যকাডেমিক উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।
এই আলোচনা অনুষ্ঠানের সভাপতি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী।
তাদের শিল্পী ও বিভাগের প্রভাষক ফাখিহা নিজাতি তার চিত্রকর্মগুলো ঘুরে দেখিয়েছেন।
ওএস।