‘তোরা সব জয়ধ্বনি কর’
লেখা ও ছবি : জুনায়েদ খান, প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
‘বিশ্বের সব দেশের, সব কবি সুন্দরের পূজারী। আমরা সুন্দর ভালোবাসি। অন্যায়, অত্যাচারের বিপক্ষেও সুন্দরের হয়ে কলম ধরি’-বাংলাদেশের অন্যতম প্রধান ও সেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন পালনের অনুষ্ঠানে প্রধান আলোচক ও বিশেষ অতিথির বক্তব্যে বলেছেন বাংলা একাডেমির মহাপরিচালক ও কবি নুরুল হুদা।
বিদ্রোহী কবির জন্মবাষিকীর এই অনুষ্ঠানের আয়োজন করেছে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্র’। বাংলাদেশের সবচেয়ে সুন্দর ক্যাম্পাসটিতে এসে মন ভরেছে দেশের অন্যতম কবির।
‘তোরা সব জয়ধ্বনি কর’ শিরোনামে নজরুলের বিখ্যাত কবিতার লাইনটিতে এই অনুষ্ঠানের নাম ছিল-‘১২৩তম নজরুল জন্মজয়ন্তী’। অনুষ্ঠানটি হয়েছে ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজরুল জন্মবার্ষিকী অনুষ্ঠানের সভাপতি ছিলেন গবেষণা কেন্দ্রটির পরিচালক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ।
প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী উপাচার্য ও বাংলার কৃতি অধ্যাপক ড. শিরীণ আখতার।
অতিথি হিসেবে অংশ নিয়েছেন উপ-উপাচার্য রসায়নের অধ্যাপক বেনু কুমার দে।
বন্দরনগরী চট্টগ্রামের অন্যতম শিল্প উদ্যোক্তা, সাহিত্য অনুরাগী, পিএচপির চেয়ারম্যান এবং ইউআইটিএসের প্রতিষ্ঠাতা, একুশে পদকে ভূষিত সমাজসেবক সুফী মিজানুর রহমান।
তিনি ছাড়াও আলোচনা করেছেন প্রথম আলোর আবাসিক প্রতিনিধি ও চট্টগ্রামের নামকরা সাহিত্যিক এবং বাংলা একাডেমি পুরস্কার জয় করা কবি বিশ্বজিৎ চৌধুরী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা; চট্টগ্রামের সাহিত্যানুরাগীরা, কবি, লেখক, আগ্রহী ছাত্র, ছাত্রী সাহিত্যিকরা এই দারুণ আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
তারা এরপর সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক ও তরুণ প্রজন্মের নামকরা গায়িকা রবীন্দ্র গোপের কষ্ঠে বিশেষ নজরুল সঙ্গীতানুষ্ঠান উপভোগ করেছেন।
ওএস।
ছবি : আলোচনা করছেন নামকরা কবি নুরুল হুদা। বাম থেকে বিশ্বজিৎ চৌধুরী, ড. শিরীণ আখতার, সুফী মিজানুর রহমান ও অন্য দুই বিশেষ অতিথি। নীচে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ২০১৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার সেরা গায়িকার পুরস্কার নিচ্ছেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের হাসানুল হক ইনু এমপির উপস্থিতিতে প্রীয়াংকা গোপ।