ছাত্রলীগের হামলায় আহত ঢাকা কলেজ ছাত্রদল নেতা
ছাত্রলীগের হামলায় ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ পাঠাগার সম্পাদক ইজাবুল মল্লিক গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়ে বলে জানা যায়। সরেজমিনে দেখা যায়, ইজাবুল মল্লিক পিটিয়ে আহত করার পর ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে রিকশায় তুলে দেন এরপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়।
দেখা গেছে, এর আগে ইজাবুল মল্লিক হামলার শিকার হওয়ার ভয়ে হাইকোর্টের একটি জায়গায় আশ্রয় নেয়, পরে সেখান থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে টেনে হেঁচড়ে লাঠিপেটা করে জখম করে এবং সে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। পরে তাকে রিকশায় তুলে দিয়ে হসপিটালে পাঠান ছাত্রলীগ।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় ও হাইকোর্ট মোড়, দোয়েল চত্বরসহ আশপাশের এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় তিনি ছাত্রলীগের মুখে পড়েন এবং হামলার শিকার হয়ে গুরুতর আহত হন।
আহত অবস্থায় ঢাকা কলেজ ছাত্রদল সাবেক সহ পাঠাগার সম্পাদক ইজাবুল মল্লিক জানিয়েছেন, আমরা মিছিল নিয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত এসেছি এবং এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশ করার পথে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপর অতর্কিতে হামলা করে। ছাত্রলীগের এই হামলায় তিনি পায়ে এবং মাথায় ব্যাপক আঘাত পেয়েছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে হাইকোর্ট এলাকার আশপাশে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতা-কর্মীরা। দুপুর ১২টার দিকে তারা মিছিল বের করেন। মিছিলটি হাইকোর্ট মোড় হয়ে দোয়েল চত্বরের দিকে অগ্রসর হয়। দোয়েল চত্বর এলাকায় আগে থেকে অবস্থান করছিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছাত্রদলের মিছিলটি দোয়েল চত্বর এলাকায় ছাত্রলীগের বাধার মুখে পড়ে। পরে ছাত্রদল প্রথমে ছাত্রলীগকে ধাওয়া দেয়। ধাওয়া দিয়ে ছাত্রদল কিছুদূর অগ্রসর হয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা পাল্টা ধাওয়া দেন। ছাত্রলীগের পাল্টা ধাওয়ায় ছাত্রদল পিছু হটে।
কেএম/এএজেড