বাংলাদেশি শিক্ষার্থীদের পর্তুগালের পড়ার সুযোগের অনুরোধ
পর্তুগালের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের আরও সুযোগ দেওয়ার অনুরোধ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এজন্য তিনি ঢাকায় পর্তুগালের দূতাবাস খোলাও অনুরোধ জানিয়েছেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিসবনে পর্তুগাল পার্লামেন্টে অ্যাসেম্বলি অব পর্তুগালের ভাইস প্রেসিডেন্ট আদাও জোসে ফনসেকা সিলভার সঙ্গে বৈঠককালে এ অনুরোধ জানান। বৃহস্পতিবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
এসময় শাহরিয়ার আলম দুদেশের সংসদের মধ্যে যোগাযোগ ও আদান-প্রদানের জন্য একটি ফোরাম হিসেবে একটি আন্তঃসংসদ মৈত্রী গ্রুপ গঠনের প্রস্তাব করেন। ভাইস প্রেসিডেন্ট প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন এবং এটি নিয়ে কাজ করতে সম্মত হন। বৈঠকে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন লিসবনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসানসহ অন্য কর্মকর্তারা।
চার দিনের সরকারি সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বর্তমানে লিসবনে অবস্থান করছেন। সফরে প্রতিমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি ছাড়াও পর্তুগালের অর্থনীতি ও সমুদ্র বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্র সচিবের সঙ্গেও দেখা করার কথা রয়েছে।
আরইউ/এএজেড