ঢাবির পরিবেশ অস্থিতিশীলের চেষ্টায় ছাত্রদল: ছাত্রলীগ নেতা সাদ্দাম
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন অভিযোগ করে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য চেষ্টা চালিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। তিনি বলেন, ছাত্রলীগ-ছাত্রদলের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে মেনে না নিয়ে তা প্রতিহত করেছে। বৃহস্পতিবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দুপুর পোনে ২ টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
এ সময় সাদ্দাম হোসেন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নিবে না। দেশের যে কোন সংকটে ছাত্রলীগ পাশে ছিল এবং থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যদি ছাত্রদলের নেতাকর্মীরা প্রবেশ করে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে চায়, তাহলে ছাত্রলীগ তাদেরকে পাল্টা জবাব দিবে।
ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা করেছে ছাত্রলীগ এমন অভিযোগ করেছে ছাত্রদল সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাদ্দাম বলেন, এটা মিথ্যা কথা। ছাত্রলীগ কখনো আগে কারোর ওপর হামলা করে না। সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে ছাত্রলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে। সাদ্দাম আরো বলেন, আমরা জানতে পেরেছি ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডে এ ঘটনায় আমাদের ছাত্রলীগের এক সদস্য আহত হয়েছেন।
কেএম/এএজেড