ছাত্রদলের উপর হামলার প্রতিবাদ ঢাবির সাদা দলের শিক্ষকদের
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও বিচার দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্হী শিক্ষকদের সমর্থক সাদা দল।
মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায় ঢাবি সাদা দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমানের সই করা এক বিবৃতিতে প্রতিবাদ ও বিচার দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় নারী সদস্যসহ দলটির বেশ কিছু নেতা-কর্মী আহত হন। আমরা এই ন্যাঙ্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এতে আরও বলা হয়, গত এক যুগেরও বেশি সময় ধরে ঢাবিতে সব দল-মতের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ নেই। ক্ষমতাসীন দলের সমর্থক ছাত্রলীগ হল ও ক্যাম্পাসে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
হলগুলোতে গেস্টরুম কালচারসহ ছাত্রলীগ প্রতিনিয়ত ক্যাম্পাসে নানা রকম অপকর্ম চালিয়ে যাচ্ছে উল্লেখ করা হয় বিবৃতিতে।
আরও বলা হয়, আজ ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা এরই নজির। হামলার সময় সন্ত্রাসীরা চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্রের ব্যবহার করেছে।
ঢাবি কোনো একক ছাত্র সংগঠনের সম্পত্তি নয়।সব মত-পথের শিক্ষার্থী ও ছাত্র সংগঠন এখানে তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে এটাই ঢাবির ঐতিহ্য। এই ঐতিহ্য বিনষ্টকারী সন্ত্রাসীদের বিনা উস্কানিতে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর আজকের হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
‘সেই সঙ্গে অবিলম্বে এ সন্ত্রাসীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’
এ ছাড়াও বিবৃতিতে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা ও ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ নিশ্চিতের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করা হয়।
এসএন