প্রথম ‘দরিদ্র ও অস্বচ্ছল মেধাবৃত্তি’ দিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়
লেখা ও ছবি : চৌধুরী মাসাবি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বাংলাদেশের অন্যতম সরকারী বিশ্ববিদ্যালয় ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়’। তারা একটি দারুণ কাজ করেছেন। প্রথমবারের মতো দিয়েছেন ‘৫৮ জন মেধাবী, অস্বচ্ছল ছাত্র, ছাত্রীকে মেধাবৃত্তি’।
তাদের প্রত্যেককে ৮ হাজার ৫শ টাকা করে আজ এককালীন বৃত্তির চেক তুলে দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম আবদুল মঈন।
তারা জানিয়েছেন, ছেলে ও মেয়ে এই দুই বিভাগে বৃত্তি প্রদান করা হয়েছে।
আয়োজন করেছে ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসসি)’।
প্রদান করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন বলেছেন, ‘আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় তার অল্প বাজেটের মধ্যে মেধাবী ছাত্র, ছাত্রীদের বৃত্তি প্রদান করলো ও তাদের মেধা এবং যোগ্যতার স্বীকৃতি জানালো। আমরা আমাদের অল্প বাজেট থেকেই সর্বোচ্চ চেষ্টা করে মোট ৫৮ জন ছাত্র, ছাত্রীকে বৃত্তি দিলাম।’
ভিসি স্যার আশা করেছেন, ‘এই মেধাবৃত্তির টাকায় তোমরা ভালোভাবে আরো ভালোভাবে পড়বে ও মনের মতো করে পড়ালেখা শেষ করতে পারবে।’
অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন জানিয়েছেন, ‘সামনের শিক্ষাবর্ষগুলোতে মেধাবৃত্তির পরিমাণ ও পরিধি বাড়ানো হবে। মেধাবৃত্তি প্রকল্প বিশ্ববিদ্যালয় চালু রাখবে।’
তিনি বলেছেন, ‘তোমরা পড়ালেখার পাশাপাশি সহ-শিক্ষাকার্যক্রমে ভালোভাবে অংশ নেবে। বাংলাদেশের দক্ষ ও সুনাগরিক হিসেবে প্রত্যেকে গড়ে উঠবে।’
বিশেষ অতিথি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেছেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম গরীব, মেধাবী ছাত্র, ছাত্রীদের মেধাবৃত্তি করলো এবং এই আয়োজনের আমি একজন গর্বিত অংশীদার। নিজেকে আজ স্বার্থক মনে হচ্ছে।’
তিনি ছাত্র, ছাত্রীদের বলেছেন, ‘মুখস্তবিদ্যার মধ্যে নিজেকে সীমাবদ্ধ না করে ভালোভাবে বুঝে ও সৃজনশীল উপায়ে পড়ালেখা তোমাদের সবাইকে করতে হবে।’
আইকিউএসি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বলেছেন, ‘যেকোনো বিশ্ববিদ্যালয়ের মতো মেধাবৃত্তি প্রদান আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন্যতম অর্জন। যাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় মোট ৫৮ জন ছাত্র, ছাত্রীকে আমরা মেধার স্বীকৃতি দিতে পেরেছি, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. কাজী ওমর ফারুক সিদ্দিকী।
মেধাবৃত্তির সমন্বয়ক ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির সহকারী পরিচালক ড. বনানী বিশ্বাস।
ওএস।